শুরু হল জয়ন্ত পুশিলাল নামাঙ্কিত রাজ্য টেবিল টেনিস টুর্নামেন্ট
Jayant Pushilal State Table Tennis Tournament begins

Truth Of Bengal: মঙ্গলবার থেকে বড়বাজার যুবক সংঘ ক্লাবে শুরু হল চলতি বছরের রাজ্য টেবল টেনিস প্রতিযোগিতা। চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত। এবারের টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে সদ্য প্রয়াত টেবিল টেনিস কোচ জয়ন্ত পুশিলালের নামে। এদিন এই টুর্নামেন্টের শুভ সূচনা করেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন মোনালিশা বড়ুয়া।
প্রথম দিন মোট ১৯টি দলের খেলা হয়েছে। চলতি বছর রাজ্যস্তরের এই প্রতিযোগিতায় মোট দেড় হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নেবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বাবুন বন্দোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসে নস্টালজিক হয়ে পড়লেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন। তিনি বলেন, বাংলায় টেবিল টেনিসে প্রতিভার অভাব আগেও ছিল না, এখনও নেই। বাংলায় আসতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে দলগত বিভাগের খেলা। তারপর শুরু হবে ব্যক্তিগত বিভাগের খেলাগুলি। তবে হাওড়ার প্রতিভাবান খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য ভিসা সমস্যার কারণে ইতালিতে যেতে না পারায় এই টুর্নামেন্টে খেলবেন বলেই জানা গিয়েছে। এছাড়া পুরুষ ও মহিলা বিভাগে বেশ কিছু তারকাকেও খেলতে দেখা যাবে এই টুর্নামেন্টে।