জামশেদপুর না ভুবনেশ্বর, অবশেষে কোথায় হতে চলেছে ডার্বির ম্যাচ?
Jamshedpur or Bhubaneswar, where is the derby match going to be?

The Truth Of Bengal: এবার আর কলকাতায় নয় বাংলার বাইরে গিয়ে ম্যাচ খেলবে সবুজ-মেরুন এবং লাল-হলুদ এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। আর এদিকে আইএসএলের ঘোষণা অনুযায়ী আগামী ১০ মার্চ যুবভারতীতে ডার্বি হওয়ার কথা ছিল। কিন্তু তা বদলে এবার জামশেদপুরে অথবা ভুবনেশ্বরে খেলতে দেখা যেতে পারে ইস্টবেঙ্গল-মোহনবাগানকে।
প্রসঙ্গত, ১০ মার্চ তৃণমূলের জনগর্জন সভা। তৃণমূল সুপ্রিমো ব্রিগেড সমাবেশ ঘোষণার পরেই বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের সাথে আলোচনা করেন ডার্বির আয়োজকরা। সেই আলোচনা সভায় পুলিশ কমিশনারেটের আধিকারিকরা জানান, ” ৯ এবং ১০ মার্চ ডার্বির জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশের ব্যবস্থা করা সম্ভব হবে না।” পুলিশের তরফ থেকে আরো জানানো হয়েছিল যদি ১০ মার্চ এর বদলে ১১ই মার্চ ডার্বির আয়োজন করা যায় তাহলে হয়তো নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দূর হতে পারে। এদিকে ইস্টবেঙ্গলের হাতে ডার্বি আয়োজন এর দায়িত্ব থাকলেও আইএসএলের পুরো ক্রীড়াসূচিটা যেহেতু এফএসডিএল নিয়ন্ত্রণ করে, তাই তাদের সঙ্গে আলোচনা না করে ম্যাচের দিনক্ষণ নির্ধারণ করা সম্ভব নয়। এই মুহূর্তে বারবার এফএসডিএলের কর্তাদের সঙ্গে সর্বক্ষণ আলোচনা চালিয়ে যাচ্ছেন ইস্টবেঙ্গলের কর্মকর্তারা।
ইস্টবেঙ্গলের দাবি সপ্তাহান্তে যদি ডার্বির ম্যাচ আয়োজিত হয় তাহলে বহু ক্রীড়া-প্রেমীরা মাঠে গিয়ে খেলা উপভোগ করতে পারবেন। আর যাদের পক্ষে মাঠে যাওয়া সম্ভব হবে না তারা বাড়িতে বসে টিভিতে সম্পূর্ণ ম্যাচটি উপভোগ করতে পারবেন।
এই মুহূর্তে কানাঘুষ শোনা যাচ্ছে এসএফডিএলের কর্তৃপক্ষের ইচ্ছে ম্যাচটি ১০ মার্চ হোক। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে ১০ই মার্চ জামশেদপুরেই খেলা হতে পারে কলকাতা ডার্বি।
FREE ACCESS