বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসাবে ভারতীয় দলের হাতে ১২৫ কোটির চেক তুলে দিলেন জয় শাহ ও বোর্ড সভাপতি
Jai Shah and the board president handed over a check of 125 crores to the Indian team as a reward for winning the World Cup

The Truth of Bengal: আইসিসি টুর্নামেন্টে খেতাব জয়ের পরই জয়ী ভারতীয় দলকে পুরস্কার ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন তারা। দেশে ফেরার পর রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠানে বিরাট কোহলি রোহিত শর্মাদের হাতে চেক তুলে দেন বোর্ড সভাপতি রজার বিন্নী ও সচিব জয় শাহ।
পুরস্কারের ঝুলিতে কে কত টাকা পেলেন? দলের ১৫ জন ক্রিকেটার ৫ কোটি টাকা করে পাবেন। তালিকায় নাম রয়েছে বিরাট কোহলি রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, যুবেন্দ্র চহালরা। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ও পাবেন পাঁচ কোটি টাকা। তাছাড়া ব্যাটিং কোচ, বোলিং কোচ ও ফিল্ডিং কোচেরা পাবেন আড়াই কোটি টাকা।
সাপোর্টিং স্টাফেরা পাবেন ২ কোটি টাকা করে। রিজাব বেচে থাকা ভারতীয় দলের রিংকু সিং, খালিল আহমেদ, শুভমন গিলরা পাবেন এক কোটি টাকা করে। নির্বাচক প্রধান অজিত আগার সহ পাঁচ নির্বাচকরা পাবেন এক কোটি টাকা। বাকি টাকা ভাগ করে দেওয়া হবে দলের সঙ্গে যাওয়া অন্যান্য সদস্যদের মধ্যে।