ইংরেজি নয়, হিন্দি বলায় অজি মিডিয়ার তোপের মুখে জাড্ডু
Jaddu faces criticism from Australian media for speaking Hindi instead of English

Truth Of Bengal: ম্যালবোর্ন টেস্ট শুরু হতে এখনও হাতে বাকি রয়েছে বেশ কিছুদিন। কিন্তু মাঠের লড়াই শুরু হতে দেরি হলেও, কিন্তু মাঠের বাইরের লড়াই শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। শনিবার মেলবোর্নে ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মেন-ইন-ব্লুজ ব্রিগেডের অন্যতম সৈনিক রবীন্দ্র জাদেজা। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর ইংরাজি ভাষায় না দিয়ে হিন্দি ভাষায় দিয়েছিলেন জাড্ডু। আর এর ফলেই অস্ট্রেলিয়ার মিডিয়ার তোপের মুখে পড়েন জাদেজা।
উল্লেখ্য, ম্যালবোর্ন বক্সিং ডে টেস্টের আগে ভারত মাত্র তিনটি অনুশীলন করার সুযোগ পাবে। ফলে ক্রিকেটাররা খুব বেশি সুযোগ পাবেন না সাংবাদিকদের মুখোমুখি হওয়ার। সেই কারণেই এদিন সাংবাদিক সম্মলনের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রবীন্দ্র জাদেজা। তিনি সমস্ত প্রশ্ন হিন্দিতেই উত্তর দিয়েছিলেন।
কিন্তু ঘটনার মোড় নেয় সাংবাদিক সম্মেলনের একেবারে শেষ দিকে এসে। এই সাংবাদিক সম্মলেন অস্ট্রেলিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার কথা না থাকলেও, তাঁরা উপস্থিত হলেও তাঁদের কেউ বাঁধা দেননি। জাড্ডু যখন সাংবাদিক সম্মেলন করে অনুশীলনের জন্য মাঠে চলে যান, ঠিক তখনই ক্রুদ্ধ হয়ে ওঠেন অস্ট্রেলিয়ার সংবাদিকরা।
তাঁরা দাবি করতে থাকেন, কেন জাদেজা ইংরেজি প্রশ্নের উত্তর দিলেন না তিনি। এই নিয়ে ক্ষোভ জানাতে থাকেন তাঁরা। এরপর গোটা ঘটনা থামাতে আসরে নামে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁদের পক্ষ থেকে বলা হয়, এটি কেবলমাত্র ভারতীয় সাংবাদিকদের জন্য আয়োজন করা হয়েছিল। তাই জাদেজা হিন্দিতে উত্তর দিয়েছেন।
কিন্তু কিছুতেই জল গলে না। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই অজি মিডিয়া সরগরম হয়ে ওঠে জাদেজাকে নিয়ে। কটূক্তি করা হয় ভারতের এই ধরনের ব্যবস্থাপনাকেও। প্রসঙ্গত, মাঠের বাইরের খেলা খেলেই এখন ম্যালবোর্ন টেস্টের আগে ভারতীয় দলকে চাপে ফেলতে শুরু করছে অস্ট্রেলিয়া। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।