খেলা

যুবভারতীতে হবে আইএসএল ফাইনাল?

ISL final in Yuva Bharati?

The Truth of Bengal : লিগ শিল্ড জেতার পর এবার মোহনবাগানের নজরে রয়েছে আইএসএল ট্রফি। সে প্রস্তুতি চলছে দলের অন্দরে। তবে দর্শকদের একটাই প্রশ্ন এই মুহূর্তে , আইএসএল ফাইনাল কোথায় হবে ? সপ্তাহখানেক এর মধ্যে চূড়ান্ত হয়ে যাবে ফাইনালের ভেন্যু। এর আগে কখনো কলকাতায় হয়নি আইএসএল ফাইনাল। এ বছর একটা ক্ষীণ সম্ভাবনা দেখা যাচ্ছে। আইপিএল ফাইনাল কে নিয়ে লড়াইয়ের ময়দানে কলকাতা ও মুম্বাই। তবে কোথায় ফাইনাল হবে তা স্পষ্ট নয় এখনো।

কলকাতার দুই দল যদি ফাইনালে উঠতো নিশ্চিতভাবেই খেলা হতো যুবভারতীতে। ইস্টবেঙ্গল আইএসএল থেকে ছিটকে যাওয়ার জন্য আয়োজকেরা কার্যত ধাক্কা খেয়েছে। এদিকে ইস্টবেঙ্গল ছিটকে যাওয়ায় একটা আশঙ্কা তৈরি হয়েছে যুবভারতী ৬৩ হাজার দর্শক আসন আদৌ ভরবে কিনা। সে কারণে কলকাতায় আয়োজনের আশা থাকলেও তারা খানিকটা পিছিয়ে গেছে। এদিকে মুম্বাই রয়েছে বিকল্প হিসেবে। আইএসএলের উদ্বোধন ম্যাচ আগে কলকাতায় হয়েছে । কিন্তু ফাইনাল কখনো কলকাতায় হয়নি।