খেলা

প্রকাশ্যে ISL – এর ডার্বির দিনক্ষণ

ISL Derby

The Truth of Bengal: আবারো বল গড়াবে আইএসএল এর। আগামী 31 জানুয়ারি জামশেদপুর এফসি বনাম ইউনাইটেডের ম্যাচ দিয়ে শুরু হবে আই এস এল এর দ্বিতীয় পর্ব। আর এই দ্বিতীয় পর্বে এসে হতে চলেছে আইএসএল এর প্রথম ডার্বি। ২৮ অক্টোবর প্রথম ডার্বি হওয়ার কথা থাকলেও দুর্গা পুজোর ঠিক করে যথাযথ পুলিশি নিরাপত্তা সম্ভব হবে না বলেই জানিয়েছিল মন্ত্রী অরূপ বিশ্বাস। তখন ডার্বি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এবার হবে সেই ডার্বিতে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। সেই ডারবি হতে চলেছে ১০ মার্চ । তবে ৩ ফেব্রুয়ারি হবে প্রথম ডার্বি। যে ডার্বির অপেক্ষায় থাকে আম জনতা। ডার্বি মানে শীতেও উত্তেজনার তাপ বৃদ্ধি পাওয়া। ডার্বির কারণে আলাদা উত্তেজনা আলাদা উন্মাজনা খেলোয়াড় থেকে সমর্থকদের মধ্যে লক্ষ্য করা যায়। বাঙালির চির আবেগের সেই ডার্বি যুবভারতীতে হতে চলেছে। দুটো ডার্বি হবে একই সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

অদম্য লড়াই, নাছোড়বান্দা মনোভাব, নিখুঁত স্ট্র্যাটেজি আর বুকে একরাশ সাহসে  ভর করে কলিঙ্গ সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১ গোলে গুঁড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। আগামী ডার্বিতে কি হবে? তা কেউ জানে না। কিন্তু তা নিয়ে সমর্থকদের মধ্যে নানা রকম স্লোগান  তৈরি হবে। গলা ফাটাবে দু’দলের সমর্থকদের। সেই ডার্বিতে জিতে ইস্টবেঙ্গল কলিঙ্গ সুপার কাপের ফাইনালে পৌঁছে গেছে।

Related Articles