IPL 2025খেলা

রামনবমীর কারণে পিছতে পারে আইপিএল ম্যাচ

IPL matches may be postponed due to Ram Navami

Truth Of Bengal: আগামী ৬ এপ্রিল ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্ট। ওই দিন আবার রামনবমী। ফলে নিরাপত্তার সমস্যা হতে পারে বলেই মনে করছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, সেই কারণে ওই ম্যাচটি পিছিয়ে দেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে। তবে এখনও এই বিষয়ে কোনও কিছুই ঠিক হয়নি।

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, ৬ এপ্রিল রামনবমী উৎসব থাকার কারণে শহরের বিভিন্ন প্রান্তে নানা মিছিল বের হয়। এমনকি এই উৎসব ঘিরে এবার এক রাজনৈতিক দলের নেতা আগেই ঘোষণা করেছেন যে, সারা বাংলাজুড়ে প্রায় ২০,০০০ হাজার মানুষের বেশি শোভাযাত্রা বার হবে। ফলে রাজ্য জুড়ে নিরাপত্তার প্রয়োজন রয়েছে। সেই কারণে কোথাও যাতে কোনওরকম বিশৃঙ্খলা না ঘটে তার জন্য প্রশাসনের তরফ থেকেও সজাগ দৃষ্টি রাখা হবে। ফলে ওই দিন কলকাতার ইডেনে আইপিএল ম্যাচটা স্থগিত রাখার ব্যাপারে চিন্তা-ভাবনা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

এদিকে এই বিষয়ে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গত মঙ্গলবার বৈঠকে বসেন পুলিশ প্রশাসনের কর্তারা। সেই বৈঠকের পরই সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় জানান, ‘পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে নাকি জানানো হয়েছে, কোনওভাবেই আগামী ৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টের ম্যাচে পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়। কাজেই পুলিশ ছাড়া কোনওমতেই প্রায় ৬৫ হাজার দর্শকের নিরাপত্তার অসুবিধা হয়ে পড়বে।’

সিএবি প্রেসিডেন্ট আরও জানান, ‘আমরা গোটা বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছেও জানিয়েছি। যেহেতু হাতে এখনও বেশ কিছুদিন সময় আছে, সেই কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। এমনকি গত বছরও আইপিএল-র সূচি পরিবর্তন করতে হয়েছিল এই একই কারণে। গত বছর এই উৎসবের জন্য বাতিল করতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ।

উল্লেখ্য, আইপিএল শুরু হচ্ছে আগামী ২২ মার্চ। কলকাতার ইডেন গার্ডেন্সের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে বিরাট কোহলি-রজত পাতিদারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গারুরু। ইতিমধ্যে সেই ম্যাচের আগে ৩৫ মিনিটের একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের উপস্থিত থাকার কথা শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে বলিউড অভিনেত্রী দিশা পাটানি-র। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে আইসিসি চেয়ারম্যান জয় শাহ থেকে শুরু করে বিসিসিআই-র উচ্চপদস্থ কর্তাদেরও। ইতিমধ্যে এই উদ্বোধনী ম্যাচ ঘিরে টিকিটের চাহিদাও তুঙ্গে উঠেছে। উদ্বোধনী ম্যাচে আর কিছু বিশেষ চমক থাকবে কি না সেই ব্যাপারে বিস্তারিতভাবে কিছু জানাননি সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়।

Related Articles