নেপালকে হারিয়ে ঘরের মাঠে বিশ্বজয় ভারতের মহিলা দলের
India's women's team won the World Cup at home after defeating Nepal

Truth Of Bengal: চলতি বছর খো-খো বিশ্বকাপের আসর বসেছিল ভারতের মাটিতে। ঘরের মাঠে সেই সুযোগের দারুণ সদ্বব্যবহার করলেন ভারতের মহিলা দল। ফাইনালে ভারত পরাজিত করল প্রতিবেশী দেশ নেপালকে।
ম্যাচের প্রথম টার্নেই ভারত প্রতিপক্ষ দলের থেকে ৩৪-০ পয়েন্টে এগিয়ে যায়। অবশ্য দ্বিতীয় রাউন্ডে লড়াই ফিরে ভারতকে দারুণ টক্কর দেওয়ার চেষ্টা করে নেপাল। কিন্তু তারা হার মানে প্রিয়ঙ্কা ইঙ্গলে, বৈষ্ণবী পাওয়ারদের গতির কাছে। শেষ পর্যন্ত চার রাউন্ডের লড়াই শেষে খেতাব জয় নিশ্চিত করে নেন ভারতের প্রমীলা বাহিনী।
রবিবার ম্যাচে টসে জিতে ডিফেন্স করার সিদ্ধান্ত নিয়েছিলেন নেপাল অধিনায়ক। কিন্তু ভারতীয় খেলোয়াড়দের তীব্র গতির কাছে শুরুতেই হার মানতে থাকে নেপাল দল। দ্বিতীয় টার্নে ব্যবধান কমিয়ে দারুণ লড়াইয়ে ফিরে আসে নেপাল। কিন্তু ম্যাচ জিততে গেলে তৃতীয় টার্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর সেই টার্নেই দ্রুত ২৮ পয়েন্টের লিড নিয়ে নেয় ভারত। এবং এই রাউন্ডে ৭৫-২৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গিয়ে চতুর্থ রাউন্ডে ৭৮-৪০ পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতে নেয়।