খেলা

পাকিস্তানে খেলতে যাচ্ছে ভারতীয় দল

Davis Cup

The Truth of Bengal: ভারত-পাকিস্তান খেলা মানেই বাড়তি উন্মাদনা দর্শকদের মধ্যে লক্ষ্য করা যায়।  সে ক্রিকেট হোক বা টেনিস সব ক্ষেত্রে উনমাদনা থাকে চরমে। ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান কে কে সামনে পেলেই ভারতীয় সমর্থকদের মধ্যে একটাই বক্তব্য করতেই হবে পাকিস্তানকে। সে বিশ্বকাপের মঞ্চে হোক বা টেনিস কোর্ট সর্বত্র  একই ছবি। এদিকে ভারতীয় দল দীর্ঘদিন পাকিস্তানের যায়নি খেলতে।

এদিকে ২০২৪ সালে ভারতীয় টেনিস প্লেয়াররা যাচ্ছেন পাকিস্তানে। কারণ, ডেভিস কাপে  ভারত ও পাকিস্তানের টাই এ বার ভারতের মাটিতে নয়, হবে পাকিস্তানের মাটিতে। দেশের মাটিতে ঘাসের টেনিস খেলার অভ্যেস থাকলেও এবার বিদিশার মাটিতে কার্যত পাকিস্তানি খেলতে হবে ভারতকে ১৫ সদস্যের যে টিম সেই টিমের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।

২০২৪ সালের চৌঠা ফেব্রুয়ারি এই খেলার জন্য ভারতকে পৌঁছে যেতে হবে পাকিস্তানে। দীর্ঘদিন ভারতীয় টিম পাকিস্তানের যায়নি খেলতে তবে ২০২৪ এ যাবার  সম্ভাবনা রয়েছে। এরপর 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। যখন ভারত পাকিস্তানে যাচ্ছে তাহলে কি পঁচিশ সালেও ভারত পাকিস্তানের যাবে খেলতে সেই নিয়েই  দ্বন্দ্ব রয়েছে। আসলে রাজনৈতিক অর্থনৈতিক সব দিক থেকে পাকিস্তানের পরিস্থিতি উত্তপ্ত সে কারণেই ভারতীয় দল পাকিস্তানের যেতে চায় না।

Related Articles