খেলা

আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ী ভারতীয় হকি দল

Indian hockey team won against Argentina

The Truth Of Bengal : আর্জেন্টিনাকে ট্রাইবেকারে হারিয়ে জয়লাভ করল ভারতীয় হকি টিম। বুধবার হকি প্রো লিগে মুখোমুখি হয়েছিল ভারত- আর্জেন্টিনা। এদিন ম্যাচের ফলাফল দাঁড়িয়েছে ভারতীয়দের পক্ষে ৫-৪ । এই ম্যাচে ১১ মিনিটে রাজকুমার পাস থেকে গোল করেছিলেন মনদীপ সিং।

প্রথম কোয়ার্টারে ভারত দাপট দেখালেও দ্বিতীয় কোয়ার্টারে ধীরে ধীরে দাপট দেখাতে থাকে আর্জেন্টিনা হকি টিম। যখন আর্জেন্টিনা টিমের উপর চাপ বাড়াতে থাকে ভারতীয় টিম তখন স্কোরের দিক থেকে পিছিয়ে যায় আর্জেন্টিনা। এর পর মরিয়া চেষ্টা করতে থাকে টিম আর্জেন্টিনা। গোলরক্ষককে তুলে অতিরিক্ত একজন ফিল্ড প্লেয়ার কে নামানো হয়েছিল। ফলে ভারতীয় টিম কঠিন ডিফেন্সের মুখে পড়ে।চাপ বাড়ে খেলার । যদি ফের গোল করে ভারত । অবশেষে জয়ী হয় ভারত । খেলার বয়স যখন ৬০ মিনিট তখন ভারতের গোলরক্ষক শ্রীজেশকে পরাস্ত করেন টমাস দোমেন । এদিন পেনাল্টির সময় ভারতের হয়ে জোড়া গোল করেন হরমনপ্রীত এবং সুখজিৎ সিংহ । অপর একটি গোল আসে অভিষেকের কাছ থেকে । এই জয়ে উচ্ছ্বসিত গোটা ভারতীয় হকি টিম । এবার সামনের শুক্রবার এই লিগে বেলজিয়ামের মুখোমুখি হতে চলেছে হরমনপ্রীতরা । সামনের ম্যাচের আগে এই জয় স্বাভাবিকভাবে বাড়তি অক্সিজেন যোগাবে গোটা হকি টিমকে।

 

Related Articles