খেলা

২০২৪ এর শুরুতেই এশিয়ান কাপে ভারতীয় ফুটবল দল

Afc Cup

The Truth of Bengal: ২0২৪ এর শুরুতেই এএফসি এশিয়ান কাপের ম্যাচ খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। এই মুহূর্তে সুনীল ছেত্রীদের প্রধানের টার্গেট সেই দিকে। সেকারণে ২৮ সদস্যএর দল ঘোষণাও হয়েছে। বিশ্বকাপের বাছাই পর্ব ও এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করলেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাচ। দলে মোহন বাগান ইস্টবেঙ্গল থেকে জায়গা পেলেও । বাঙালি ফুটবলার একজন । তিনি শুভাশিস বসু। তবে দলে সুযোগ পেলেন না প্রীতম কোটাল।

তবে ইস্টবেঙ্গল-মোহনবাগানের বেশ কয়েজন ফুটবলার রয়েছেন। সুনীলরা খেলবেন১৯ নভেম্বর এবং ২১ নভেম্বর। ম্যাচ দুটো কুয়েত ও কাতারের বিরুদ্ধে খেলবে সুনীল ছেত্রীরা। চলতি মাসে সেকারণে প্রস্তুতি শুরু করার ভাবনা রয়েছে জাতীয় দলের কোচের । সম্ভাব্য তিরিখ ৮ । দুবাইয়ে এই  প্রস্তুতি শুরু করবেন ইগর।গোলরক্ষক হিসেবে থাকছে অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু এবং বিশাল কাইথ। যে প্রাথমিক দল ঘোষণা হয়েছে , তার পরিবর্তন হতেই পারে পরের দিকে ।

১৯ নভেম্বর প্রথম ম্যাচ কুয়েত সিটির জাবের আল- আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত খেলতে নামবে কুয়েতের বিরুদ্ধে। এবং পরবর্তী ম্যাচ, ২১ নভেম্বর ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কাতারের মুখোমুখি হবে ইগর স্টিম্যাচের দল। বাঙালি খেলোয়াড় শুভাশিস বসু  ‘মোহনবাগান সুপার জায়েন্টের বর্তমান অধিনায়ক। তিনি ১৩ অগস্ট ২০২০ সাল থেকে বাগান শিবিরের সঙ্গে আছে । থাকার চুক্তি ৫ বছর ।‌ এর আগে ‘আইএসএল’য়ে তিনি পুণে বেঙ্গালুরু ও মুম্বাইয়ের হয়েও খেলেছিলেন।

Free Access

Related Articles