খেলা

বুধবার মুখোমুখি হবে ভারত জার্মানি হকি টিম

India will face Germany hockey team on Wednesday

Truth Of Bengal: আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের খেলার জন্য ভারতীয় হকি টিম আজ মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে মুখোমুখি, বিপক্ষে জার্মানি। বুধের পর খেলা রয়েছে আগামী কাল ২৪ অক্টোবর। এই দুটি ম্যাচ এক দশক দীর্ঘ বিরতির পর প্রথমবারের মতো জাতীয় রাজধানীতে হবে। মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম সর্বশেষ ২০১৪ সালের হয়েছিল ।

২০১৩ সাল থেকে ভারত এবং জার্মানির মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে । এই দুই পক্ষ মোট ১৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে। ভারত আট ম্যাচে জিতেছে। ভারত বনাম জার্মানি হকি সিরিজ ২০২৪ ম্যাচ কখন হবে? বুধবার বিকেল ৩টেয় অনুষ্ঠিত হবে। ভারত বনাম জার্মানি হকি সিরিজ দেখতে পারবেন সনি স্পোর্টস নেটওয়ার্ক , ডিডি স্পোর্টস এ দেখতে পাওয়া যাবে।

Related Articles