এশিয়া কাপের আয়োজন হাতছাড়া হতে পারে ভারতের, কিন্তু কেন?
India may miss out on hosting the Asia Cup, but why?

Truth Of Bengal: ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলেনি ভারত। তার বদলে হাইব্রিড পদ্ধতি মেনে টিম ইন্ডিয়ার সব ম্যাচই অনুষ্ঠিত হবে আরবের মাটিতে। কিন্তু এর ফলেই এশিয়া কাপের আয়োজন হাতছাড়া হতে পারে ভারতের। কেননা ভারত যেহেতু পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেনি। তাই ভারতেও খেলতে আসবে না পাকিস্তান ক্রিকেট দল। ফলে এশিয়া কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। কেননা এখনও এই টুর্নামেন্টের ভেন্যু নিয়ে চূড়ান্তভাবে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যেমন পাকিস্তানে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক তেমনই পাকিস্তানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, ভারতে আয়োজিত আইসিসির কোনও টুর্নামেন্টে তারাও ভারতে এসে খেলবে না। সূত্রের খবর, যেহেতু এশিয়া কাপ টি-টোয়েন্টির ফর্ম্যাটের ক্রিকেট প্রতিযোগিতা সেই কারণে হাইব্রিড মডেল মেন পর পর ম্যাচ করা অনেক কঠিন হবে। সেই কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তারা চিন্তা-ভাবনা করছেন কোনও নিরপেক্ষ দেশে এশিয়া কাপ টুর্নামেন্টের আয়োজন করতে। এই বিষয়ে শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমির শাহি এই দুই দেশের মধ্যে যে কোনও এক দেশেই বসতে পারে এশিয়া কাপের আসর। তবে আয়োজক দেশ হিসাবে থাকবে ভারতের নাম।
আসন্ন এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে যে সমস্ত দেশগুলি অংশগ্রহণ করার কথা রয়েছে তাদের মধ্যে ভারত ও পাকিস্তান ছাড়াও রয়েছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান ও হংকং।
এশিয়া কাপ সাধারণত চারটি দলকে ভাগ করে দুটি গ্রুপে খেলা হয়। এবং ভারত ও পাকিস্তান এই দুই দেশ সবসময়ই থাকে একই গ্রুপে। এবং প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল খেলার যোগ্যতা অর্জন করে সেমিফাইনালে। এবং সেখান থেকেই পরবর্তী বিজয়ী দুই দল পৌঁছয় ফাইনালে। এবং টুর্নামেন্টের সূচিই এমনভাবে তৈরি করা হয়, যাতে ভারত-পাকিস্তানের মধ্যে অন্তত দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।