আজলানশাহ হকিতে বেলজিয়ামের কাছে হার ভারতের
প্রসঙ্গত, এদিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ ভারতের ওপর চাপ বাড়াতে শুরু করে বিশ্ব ক্রম তালিকার তৃতীয় স্থানে থাকা বেলজিয়াম।
Truth Of Bengal: মঙ্গলবার মালয়েশিয়াতে আয়োজিত চলতি বছরের সুলতান আজলানশাহ হকিতে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচেই পা হড়কে পড়ল ভারত। বেলজিয়ামের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ পর্যন্ত জয় অধরাই থাকল টিম ইন্ডিয়ার। খেলার ফল ৩-২। মেন-ইন-ব্লুজদের হয়ে স্কোরশিটে নাম তোলেন অভিষেক ও শিলানন্দ।
প্রসঙ্গত, এদিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ ভারতের ওপর চাপ বাড়াতে শুরু করে বিশ্ব ক্রম তালিকার তৃতীয় স্থানে থাকা বেলজিয়াম। ম্যাচের ১০ মিনিটের মাথায় বেলজিয়াম প্রথম পেনাল্টি কর্নার আদায় করে নিলেও সে যাত্রায় ভারতকে রক্ষা করেন ডিফেন্ডাররা। কিন্তু তা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয় কোয়ার্টারেই বেলজিয়ামের আক্রমণে ভেঙে পড়ে ভারতের রক্ষণ। এবং ম্যাচের ১৭ মিনিটে বেলজিয়ামকে প্রথম এগিয়ে দেন রোমান ডুভেকট।
গোল খেয়েই সমতায় ফেরার জন্য পাল্টা চাপ দিতে থাকে ভারত। অবশেষে ম্যাচের ৩৩ মিনিটে সমতায় ফেরে টিম ইন্ডিয়া। একটি দুরন্ত আক্রমণ গড়ে তা থেকে মেন-ইন-ব্লুজদের হয়ে স্কোরশিটে নাম তোলেন অভিষেক। এরপর ভারতের কাছে গোল খাওয়ার পরই আবার ভারতের ওপর আক্রমণের তেজ বাড়াতে থাকে বেলজিয়াম। এবং তৃতীয় কোয়ার্টারের শেষে ফের নিকোলাসের গোলে ব্যবধান বাড়ায় বেলজিয়াম। এরপর অন্তিম কোয়ার্টারের শুরুতে আবার নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করে দেন ডুভেকট।
২ গোলে পিছিয়ে থেকেও ভারত গোল শোধের চেষ্টার কোনও ত্রুটি রাখেনি। অবশেষে ৫৭ মিনিটে শিলানন্দ গোল করে ব্যবধান কমালেন ঠিক কথা, কিন্তু তাতে লাভের লাভ কিছু হল না। ম্যাচ হেরেই শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হল ভারতকে।






