খেলা

দল ঘোষণা করতে দেরি ভারতের

IND vs Afg

The Truth of Bengal: আফগানিস্তানেএর বিপক্ষে এখনো দল ঘোষণা করতে পারেনি ভারত । এদিকে আফগানিস্তান ১৯ সদস্যের দল ঘোষণা করেছে। ম্যাচ শুরু হচ্ছে ১১ তারিখ থেকে । সেই দল ঘোষণার অপেক্ষায় রয়েছেন সকলে । বিসিসিআই এর তরফ থেকে স্পষ্ট কিছু বলা না হলেও জানা গেছে  জুনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে সেরকম সিরিজ কিছু নেই। তাই জানুয়ারির পারফরম্যান্স দেখে সেই দল ঘোষিত হবে । তার আগে  অনেক চিন্তা ভাবনা করে দল ঘোষণা করা হবে। এই ম্যাচ যেমন দেখা হবে বিশ্বকাপের আগে তেমন আইপিএল কেও দেখা হবে। সব মিলিয়ে দল ঘোষণা করা হবে । জানুয়ারির এই সিরিজে  হার্দিক পাণ্ডিয়া এবং সূর্যকুমার যাদবরা খেলতে পারবেন না। একেবারে আইপিএলে তাদেরকে দেখা যাবে ।

দুমাস ধরে চলতে থাকা এই আইপিএল এর প্রথম মাসেই বোঝা যাবে এই খেলোয়ারদের কে কেমন পারফর্ম করছে । এদিকে জানুয়ারির সিরিজের জন্য আফগানিস্তানের রণ কৌশল ঠিক হয়ে গেছে । ঘোষিত হয়েছে দল । ভারত কবে কখন দল ঘোষণা করবে তার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ । ম্যাচ রয়েছ ১১ তারিখ মোহালিতে। দ্বিতীয় টি-২০ ম্যাচ রয়েছে ইন্দোরে। তৃতীয় টি-২০ ম্যাচ ১৭ তারিখ রয়েছে বেঙ্গালুরুতে। আসলে  আফগানিস্তানের বিরুদ্ধে বিসিসিআই এমন দল খেলাতে চাইছে যাদের বিশ্বকাপে খেলানো যাবে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের সময় সে দেশে গিয়েছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকর।  এদিকে আবার অন্য চাপ ও তৈরি হয়েছে । সম্প্রতি সম্প্রচার কারী চ্যানেলের তরফ থেকে জুনের বিশ্বকাপে ক্যাপ্টেন হিসেবে হার্দিক কে দেখা যাবে এমন পোষ্টার দেওয়া হয়েছে । সঙ্গে আইসিসির তরফে যে পোষ্টার দেওয়া হয়েছে সেখানে সব অধিনায়ক দের সঙ্গে রয়েছে রোহিতের ছবি । টি টোয়েন্টি বিশ্বকাপে কে নেতৃত্ব দেবে তা নিয়ে জল ঘোলা চলছেই । সব বিবেচনা করতে গিয়েই এর প্রভাব পড়ছে জানুয়ারির সিরিজের উপর । দল ঘোষণা করতেও দেরি হচ্ছে সেকারণেইই।

Related Articles