অনুর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত
India in the final of the Under-19 T20 World Cup

Truth Of Bengal : গত বছর আমেরিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাব জয় করেছিল রোহিত ব্রিগেড। তার এক বছর পর কাটতে না কাটতেই মহিলাদের অনুর্ধ্ব-১৯ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা দল।
শুক্রবার কুয়ালালামপুরে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১১৩ রান। ইংল্যান্ড ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার ডাভিনা পেরিন। এবং দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক আবি নরগ্রোভ।
জবাবে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়েই ১৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ভারতের হয়ে ৫৬ রান করে অপরাজিত থাকেন কমলীনী। এবং অপর ওপেনার গাঙ্গোদি তৃষা করেন ৩৫ রান। তারপর তৃষা আউট হয়ে প্যাভেলিয়নে ফিরলেও ভারতের জয় আটকায়নি। ফাইনালে ভারতের সামনে সেই দক্ষিণ আফ্রিকা।
এই ম্যাচে মেন-ইন-ব্লুজদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন পারুনিকা সিসোদিয়া। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এখন অবধি অপরাজিত থেকেই ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিল। এখন দেখা যাক শেষ পর্যন্ত ফাইনালে ভারত কি ফল করে সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।