টেস্টে এক পঞ্জিকাবর্ষে ১০০ ছক্কার কীর্তি গড়ল ভারত
India hit 100 sixes in a calendar year in Tests

Truth Of Bengal : প্রথম দল হিসাবে টেস্টে এক পঞ্জিকাবর্ষে ১০০ ছক্কার কীর্তি গড়ল ভারত। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে এই মাইলফলক স্পর্শ করে রোহিত শর্মার দল। শুক্রবার দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির ছক্কায় এই মাইলফলকে পৌঁছয় ভারত, যা ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার ঘটল। এই কীর্তি গড়ার পথে ভারত পেছনে ফেলেছে ইংল্যান্ডকে। ৮৯ ছয় হাঁকিয়ে এতদিন শীর্ষে ছিল ইংলিশরা। ২০২২ সালে বাংলাদেশ সিরিজে এ রেকর্ড গড়েছিল ইংল্যান্ড। সর্বকালের তালিকাতে তৃতীয় স্থানেও আছে ভারত, ২০২১ সালে তারা ৮৭টি ছক্কা মেরেছিল। ২০১৪ ও ২০১৩ সালে ৮১ ও ৭১ ছক্কায় সেরা পাঁচের বাকি দুই স্থানে নিউজিল্যান্ড।
এই বছর তিন ফরম্যাট মিলিয়ে ৩০০ ছয়ের কীর্তিও গড়েছে ভারত, এ নিয়ে টানা তৃতীয় বছর। তাদের ব্যাটার যশস্বী জয়সওয়াল টেস্টে এই বছর দলের হয়ে সর্বোচ্চ ২৯টি ছয় মেরেছেন। এক বছরে সবচেয়ে বেশি ছক্কার মালিক হওয়ার বেশ কাছে তিনি। ২০১৪ সালে ৩৩টি ছক্কা হাঁকিয়ে সবার উপরে কিউই ব্যাটার ব্রেন্ডন ম্যাককালামের নাম।
ভারতীয় টেস্ট দলের হয়ে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডে বীরেন্দ্র সেওয়াগকে (৯১) পেছনে ফেলার পথে রোহিত (৮৮)। কেবল তিন ব্যাটার বেন স্টোকস, ম্যাককালাম ও অ্যাডাম গিলক্রিস্ট টেস্ট ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেছেন।