চ্যাম্পিয়ন্স ট্রফি না জিতেই একাধিক রেকর্ড ভারতের
India has many records without winning the Champions Trophy

Truth Of Bengal : দুবাইয়ের মাঠে এখন চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে ব্যস্ত ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই পর পর দুটি ম্যাচ জিতে টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু খেতাব জয় এখনও হয়নি রোহিতদের। তবুও চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাধিক নজর গড়েছে গৌতম গম্ভীরের দল।
আইসিসি পরিচালিত টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার সেমিফাইনালে খেলার কৃতিত্ব রয়েছে রোহিতদের। ভারতীয় দল এই নিয়ে ১৯ বার শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছে। দুবার করে চ্যাম্পিয়ন হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একদিনের বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স ট্রফিরর খেতাব দু বার জয় করলেও একবার এককভাবে এবং অন্যবার শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে এই খেতাব জয় করেছে ভারত।
ভারতের পরই দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অজিরা মোট ১৮ বার সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন অজি ক্রিকেটাররা। তবে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন্স হওয়ার নজির রয়েছে তাঁদের দখলে। মোট নয়বার তাঁরা চ্যাম্পিয়ন হয়েছেন। ভারত এবং অস্ট্রেলিয়ার পর তালিকার তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। মোট ১৭ বার কিউয়িরা শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করলেও তাঁরা খেতাব জয় করেছে মাত্র একবার।
এরপর চতুর্থ স্থানে রয়েছে এই উপমহাদেশের আর একটি দেশ পাকিস্তান। ১৬ বার সেমিফাইনালে খেললেও ট্রফি জয় করেছে মাত্র ৩ বার। পাকিস্তানের পর তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড। ১৫ বার সেমিফাইনালে খেলে ইংল্যান্ড ট্রফি জিতেছে মাত্র ৩ বার।
ইংল্যান্ডের পর তালিকার ষষ্ঠস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৩ বার শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করে ট্রফি জয় করেছে মাত্র ১ বার। সপ্তম স্থানে থাকলেও ট্রফি জয়ের নিরিখে অন্য অনেককে টেক্কা দিয়েছেন ক্যারিবিয়ানরা। ১১ বার সেমিফাইনালে উঠে পাঁচবার চ্যাম্পিয়ন্স হয়েছেন তাঁরা।
ক্যারিবিয়ানদের পর তালিকার অষ্টম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। ১১ বার শেষ চারে উঠলেও খেতাব জয় করেছে মাত্র দুবার। এবং তালিকার শেষ তিনটি স্থানে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ এবং কেনিয়া।