খেলা
খো-খো বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু ভারতের
India campaign started with victory in Kho-Kho World Cup

Truth Of Bengal : ২০২৫ সালের খো-খো বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে নয়া দিল্লীর ইন্দিরা গান্ধি ইন্ডোর স্টেডিয়ামে। আর ঘরের মাঠে এই বিশ্বকাপের প্রথম ম্যাচেই প্রতিবেশী দেশ নেপালকে পর্যুদস্ত করে জয় তুলে নিল আয়োজক দেশ ভারত। খেলার ফল ৪২-৩৭।
ভারতের এই দূরন্ত জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন দলের দুই খেলোয়াড় রামজি কাশ্যপ এবং প্রতীক ওয়াইকার। এঁদের দুজনের পাশাপাশি ভারতের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শচীন ভার্গো-ও।
তবে নেপালও খবু একটা পিছিয়ে ছিল না। তারাও হাড্ডাহাড্ডি লড়াই করেছিল প্রতিপক্ষ ভারতের বিপক্ষে। তাদের হয়ে দূরন্ত খেলেছিলেন অলরাউন্ডার যোগেন্দ্র রানা। তিনি টার্ন-২ তাঁর দেশকে মূল্যবান চার পয়েন্ট এনে দিয়েছিলেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না নেপালের।