চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা ভারতের, নতুন ভূমিকায় শুভমন
India announces Champions Trophy squad

Truth Of Bengal: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শনিবার ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। দীর্ঘদিন বাদে চোট কাটিয়ে দলে ফিরলেন মহম্মদ শামি। দলের অধিনায়ক নির্বাচিত হলেন রোহিত শর্মা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সহ অধিনায়ক হলেন শুভমন গিল।
প্রসঙ্গত, আগে জাতীয় দলের হয়ে ক্রমাগত টেস্ট খেললেও সীমিত ওভারের ক্রিকেটে এবারই প্রথম সুযোগ পেলেন তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল। এই টুর্নামেন্টের আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজেই হয়ত তাঁর অভিষেক ঘটতে পারে সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে দল ভারতীয় নির্বাচকরা ঘোষণা করেছেন, তাতে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে হয়তো যশস্বীর বদলে শুভমনকে নামতে দেখা যাবে। কেননা এই টুর্নামেন্টে শুভমনকে বাড়িত গুরুত্বও দিয়েছেন দল নির্বাচকরা। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমন। যদি একান্ত তা না হয়, তাহলে হয়ত টেস্টের ওপেনিং জুটি। অর্থ্যাৎ সেই রোহিত অথবা যশস্বী। তবে শুভমন-রোহিত ওপেনিং করলে যশস্বীকে গম্ভীর কোথায় ব্যবহার করেন সেটার দিকে অবশ্যই নজর থাকবে।
তিন বিরাটের পাশাপাশি রাখা হয়েছে শ্রেয়স ও কেএল রাহুলকে। এছাড়া উইকেটরক্ষক কাম ব্যাটার হিসাবে পন্থ। এবং রাহুল যেহেতু উইকেটরক্ষকের ভূমিকা পালন করতে পারেন, পন্থের কোনওরকম অসুবিধা হলে রাহুলকে দিয়ে কাজ চালিয়ে দেবেন।
উল্লেখ্য, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বিশেষ করে নজর দিয়েছেন অলরাউন্ডারদের ওপরও। যেমন হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলের সঙ্গে রাখা হয়েছে ওয়াশিংটন সুন্দরকেও। যেহেতু কুলদীপ ও জাডেজা দলে আছেন, সেই কারণে হার্দিককে দলে নেওয়ার অর্থই হচ্ছে তাঁকে দিয়ে তৃতীয় স্পিনারের ভূমিকা পালন করানো হবে। সেক্ষেত্রে হয়তো সুযোগ কম পেতে পারেন ওয়াশিংটন।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোটের কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে জাতীয় দলের খেলতে পারেননি মহম্মদ শামি। ফলে তার ফল ভুগতে হয়েছে ভারতীয় দলকে। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের পেস বোলিংকে একার কাঁধেই টানতে হয়েছিল যশপ্রীত বুমরাকে। ফলে অত্যাধিক পেসার পড়েছিল বুমরার ওপর। সেই কারণে এবার শামি সুস্থ হয়ে ওঠায় ফের তাঁকে জাতীয় দলে ফিরিয়ে নেওয়া হল। ফলে বুমরার ওপর চাপ অনেকটাই কমে গেল। কেননা, বুমরাকে ঘিরে একটা জল্পনা চলছিলই। সম্প্রতি পিঠের ব্যথায় ভুগছিলেন বুমরা। অনেকেই আশা করেছিলেন বুমরাকে হয়ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে না। কিন্তু সেটা বাস্তবে রূপ পেল না। তাঁকে দলে রেখেই দল ঘোষণা করা হয়েছে। বুমরা এবং শামির পাশাপাশি রয়েছেন অর্শদ্বীপ সিং। উল্লেখযোগ্য চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলে স্থান পাননি মহম্মদ সিরাজ।
পাশাপাশি শনিবারই ঘোষণা করা হল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলও। তবে এই সিরিজে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার যশপ্রীত বুমরাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির যে ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে তার মধ্য থেকে একমাত্র বুমরাকে ছাড়া বাকি পুরো দল একই রয়েছে। এবং বুমরার জায়গায় দলে নেওয়া হয়েছে হর্ষিত রানাকে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ঘোষিত ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার। ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি ও অর্শদীপ সিং।
ইংল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার। ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি ও অর্শদীপ সিং।