খেলা

ভারত ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফরে তৈরি হয়েছে বল বিকৃতি বিতর্ক

India 'A' team's tour of Australia created ball tampering controversy

Truth of Bengal: ভারত ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফরে তৈরি হয়েছে বল বিকৃতি বিতর্ক। অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে ভারত ‘এ’ দলের প্রথম অনানুষ্ঠানিক টেস্টে এমন বিতর্ক উঠেছে। চার দিনের ম্যাচের শেষ দিনে রবিবার সকালে আম্পায়াররা ভারতের খেলোয়াড়দের বিপক্ষে বল বিকৃতির অভিযোগ করেন। দিনের খেলা শুরুর আগে আম্পায়াররা বল পরিবর্তন করেন। আম্পায়াররা এর কারণ হিসাবে বলেন, বল বিকৃত করায় তা পরিবর্তন করতে হয়েছে। আম্পায়ারদের এই যুক্তিতে ভারতের খেলোয়াড়েরা বিষয়টিতে খুশি হতে পারেননি।

ভারত ‘এ’ দলের উইকেটকিপার ইশান কিষান আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু আম্পায়াররা তাঁকে সতর্ক করে বলেন যে, তাঁর এমন ব্যবহারের বিষয়ে রিপোর্ট দেওয়া হবে। পরে অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়া পুরো বিষয়টির একটি ব্যাখ্যা দিয়েছে। তাদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বলের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় সেটা পরিবর্তন করা হয়েছে। তবে দিনের খেলা শুরু হওয়ার আগেই দুই দলের ম্যানেজার এবং অধিনায়ককে বিষয়টি জানানো হয়েছিল।

কিন্তু মাঠের পরিস্থিতি দেখে মনে হয়নি যে বল পরিবর্তনের বিষয়টি সম্পর্কে ভারতের খেলোয়াড়েরা জানতেন। অমন সিদ্ধান্তের পর মাঠে ভারতের খেলোয়াড়দের বিষয়টি নিয়ে আম্পায়ার শন ক্রেগের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। সেই সময় বিষয়টিকে খুব বাজে সিদ্ধান্ত বলে উল্লেখ করেন ইশান কিষান। আম্পায়ার ক্রেগ সে সময়ই তাঁকে সতর্ক করে রিপোর্ট করার কথা বলেন। দু’জনের কথাবার্তা স্টাম্প মাইকে ধরা পড়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, ইশান বা ভারতের অন্য কোনও খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে আম্পায়াররা নাকি বলে ভারতীয় খেলোয়াড়দের আঁচড় কাটতে দেখেছেন। যদিও এর জন্য ৫ রান কেটে নেওয়ার যে বিধান আছে, তা প্রয়োগ করা হয়নি।

২২৫ রানের লক্ষ্য পেরিয়ে শেষ দিনে ভারত ‘এ’ দলের বিপক্ষে অস্ট্রেলিয়া ‘এ’ দলকে ৭ উইকেটের জয় এনে দিয়েছেন অধিনায়ক নাথান ম্যাকসোয়েনি ( অপরাজিত ৮৮) ও বিউ ওয়েবস্টার (অপরাজিত ৬১)।

Related Articles