
The Truth of Bengal: রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া এই বিশ্বকাপে কেমন খেলবে এই নিয়ে আগে থেকেই প্রচুর সমালোচনা হয়েছিল। অনেকেই ভেবেছিলেন গ্রুপ পর্ব থেকে কোনওমতে নক আউট রাউন্ডে উঠবে। জসপ্রীত বুমরাহ, কে এল রাহুল, রোহিত শর্মাদের পারফর্মেন্স নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাঁরা যেভাবে জ্বলে উঠেছে, তার পর আর কোনও প্রশ্নচিহ্ন থাকে না যে এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩-এ সেরার সেরা টিম ইন্ডিয়াই। প্রতিটি ম্যাচে একপেশে তো তাঁরা জিতছেই, সেই সঙ্গে ব্যাক টু ব্যাক দুটি ম্যাচে তাবড় তাবড় টিমকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্বে শীর্ষস্থান দখল করে নিয়েছে।
গত ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটা টাফ ফাইট হবে বলে অনেকেই আশা করেছিলেন। তাই ক্রিকেটের নন্দনকাননে আনাচে কানাচে দর্শকরা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখবে বলেই ভিড় জমিয়েছিলেন দর্শকরা। কিন্তু কোথায় সেই দক্ষিণ আফ্রিকা। লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা এই টিমের ব্যাটাররা কার্যত বুমরাহ, শামিদের বল ডচ করতে করতেই সময় শেষ করে দিল। তার প্রতিফলন স্বরূপ এদিন প্রোটিয়াদের ইনিংস ৮৩ রানেই গুটিয়ে গেল। রবিবাসরীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রোহিত শর্মারা।
প্রথমে ব্যাট করতে নেমেই ২৪ বলে ৪০ রান করে আউট হয়ে যান হিটম্যান। তারপর ব্যাট হাতে মাঠে নামেন বার্থডে বয় বিরাট কোহলি। তারপর বাকিটা ইতিহাস। ১০১ রানে অপরাজিত থেকে মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকারের রেকর্ড ছুঁলেন তিনি। তাঁর যোগ্য সঙ্গী হয়ে ওঠেন শ্রেয়স আইয়ার। ৭৭ রান করে প্রোটিয়াদের সামনে বড় লক্ষ্য স্থির করে দিতে সাহায্য করেন। দক্ষিণ আফ্রিকাকে ৩২৭ রানের টার্গেট বেধে দেয় টিম ইন্ডিয়া।
দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের সামনে দেখেই যেন হাটু কাঁপতে থাকে কুইন্টন ডি কক-ডেভিড মিলারদের। প্রথমে শামি-সিরাজদের আগুন বোলিংয়ে চোখে শর্ষে ফুল দেখে প্রোটিয়ার টপ অর্ডার। তারপর শুরু হল রবীন্দ্র জাদেজার জাদু। ৯ ওভারে ৩৩ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন তিনি। মহম্মদ শামি এবং কুলদীপ যাদবও জোড়া উইকেট নেন। আর তাতেই ২১.৭ ওভারে ৮৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
Free Access