খেলা

শতবর্ষ পূর্তিতে শহরে ম্যারাথন দৌড় আইসিসির

ICC to hold marathon in city to mark centenary

Truth Of Bengal: ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স চলতি বছরে ১০০ বছরে পদাপর্ণ করল। এই শতবর্ষকে স্মরণীয় করে রাখতে রবিবার এক ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল আইসিসির পক্ষ থেকে। মূলত খেলাধুলোর প্রসার ও শরীর চর্চার বিকাশ ঘটাতেই অভিনব এমন উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে ম্যারাথন দৌড়ের শুভ সূচনা করেন প্রাক্তন ক্রীড়াবিদ জ্যোর্তিময়ী সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডে সদ্য শেষ হওয়া জাতীয় গেমসে বাংলার হয়ে অসাধারণ পারফরম্যান্স করা জিমন্যাস্ট প্রণতী দাস। উপস্থিত ছিলেন দেবলীনা কুমার, বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষা সুতপা রায় এবং মহম্মদ ইকবাল।

এই ম্যারাথন দৌড়কে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। প্রফেশনাল দৌড়বিদদের জন্য ছিল ১১ কিমি দৌড় প্রতিযোগিতা এবং ১৮ থেকে ৬০ বছর বয়সী নন প্রফেশনাল ক্রীড়া ব্যক্তিত্বদের জন্য ছিল ৩.৫ কিমি দৌড়।

১১ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন মোস্তাফা মোল্লা। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে প্রীতম দাস ও রমিত ঘোষ। প্রথম স্থান অধিকার করার জন্য ২০,০০০ টাকা আর্থিক পুরস্কার পান মোস্তাফা। দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীরা পান যথাক্রমে ১৫,০০০ এবং ১০,০০০ টাকা আর্থিক পুরস্কার।

অপর দিকে মহিলাদের বিভাগে প্রথম হয়েছেন রিম্পা দেবী। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছেন চন্দ্রীমা মিশ্র ও দীপান্বিতা রায়।

৩.৫ কিমি দৌড়ে পুরুষদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন অম্বুজ তেওয়ারি। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন কুলদীপ তিওয়ারি এবং সায়ন কর দাস। এই বিভাগে মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন শর্মিষ্ঠা সিনহাবাবু। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন ইশা মণ্ডল এবং মুশকান জৈন।

Related Articles