খেলা

ইডেন পরিদর্শনে বোর্ডের প্রতিনিধিরা

ICC World Cup 2023

The Truth of Bengal: বিশ্বকাপের প্রস্তুতি দেখতে ইডেন পরিদর্শনে আসছে বোর্ডের প্রতিনিধি দল। বিশ্বকাপ ক্রিকেট এবার ভারত এককভাবে আয়োজন করছে। কলকাতার ইডেনে হতে চলেছে মোট পাঁচটি ম্যাচ। ইডেন সংস্কারের কাজ চলছে পুরোদমে । বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। এবার এককভাবে বিশ্বকাপ আয়োজন করছে ভারত।

ভারত-দক্ষিণ আফ্রিকা, সেমিফাইনাল সহ ইডেনে পাঁচটি ম্যাচ হবে। ইডেন সংস্কারের কাজ চলছে পুরোদমে । স্টেডিয়ামগুলোর প্রস্তুতি দেখতে এবার বিশ্বকাপের সব ভেনিউ পরিদর্শনে যাবে বোর্ডের কর্তারা। প্রত্যেক স্টেডিয়াম ঘুরে দেখবেন বিসিসিআই কর্তারা। অন্যান্য ভেনিউ সহ পাশাপাশি ইডেন পরিদর্শনে আসবে।

জানা গিয়েছে, ৫ই আগস্ট ইডেন পর্যবেক্ষণ করতে আসবে বোর্ডের প্রতিনিধি দল। সঙ্গে আসতে পারে আইসিসির কর্তারাও। তাই যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ পুরোদমে চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী সিএবি সভাপতি। নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন প্রাক্তন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। গত বুধবার বিকেলেও ইডেন পরিদর্শনে এসেছিলেন সৌরভ গাঙ্গুলি। প্রাক্তন হবার সত্বেও সৌরভের মতো একজন দক্ষ প্রশাসকের থাকা সিএবি কর্তাদের বাড়তি ভরসার জায়গা।

 

Related Articles