খেলা

নিখরচায় বিনোদ কাম্বলির চিকিৎসা করবে হাসপাতাল কর্তৃপক্ষ

Hospital authorities will treat Vinod Kambli free of charge

Truth Of Bengal: শনিবার গুরুতর অসুস্থ হয়ে থানের একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আগের থেকে তাঁর শারীরিক অবস্থা আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। একই কথা জানিয়েছে কাম্বিলর ঘনিষ্ঠ বন্ধু মার্কাসও। এদিকে ওই হাসপাতাল সূত্রে ঘোষণা করা হয়েছে প্রাক্তন জাতীয় ক্রিকেটার বিনোদা কাম্বলির আজীবন চিকিৎসা বিনা খরচায় করা হবে।

প্রসঙ্গত কাম্বলির অসুস্থতা নিয়ে তাঁর বন্ধু মার্কাস বলেন, কাম্বলির মূত্র নালিতেও সংক্রমণ হয়েছে। পাশাপাশি রয়েছে বেশ কিছু শারীরিক সমস্যাও। সেই কারণেই ওঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিনোদকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। এদিকে মঙ্গলবারও কাম্বলির শারীরিক পরীক্ষা হবে বলেও জানা গিয়েছে।

উল্লেখ্য, প্রাক্তন জাতীয় ক্রিকেটার বিগত মাসখানেক আগে একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। তার আগেও তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়েছিল। সেই তাঁর চিকিৎসার যাবতীয় খরচ বহন করেছিলেন কাম্বলির-ই অভিন্ন হৃদয় বন্ধু শচীন তেন্ডুলকর। এদিকে কাম্বলির অসুস্থতার খবর পেয়ে তাঁর সুস্থতা কামনা করেছেন তাঁর ভক্তদের পাশাপাশি প্রাক্তন পাক ক্রিকেটার বসিত আলি-ও।

Related Articles