খেলা

হকি তারকাদেরকে অপমান পাক সরকারের

Hockey stars are insulted by Pakistan government

The Truth of Bengal: ক্রিকেটে পর পর ব্যর্থ পাকিস্তান। সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তানের কোনো প্রতিযোগি। তবে এবার ৩২ বছর পর নতুন সূর্যোদয় দেখল পাকিস্তান। আরশাদ নাদিমের হাত ধরে সোনা এসেছে দেশে। স্বভাবতই সকলে ভীষণ খুশি। উদযাপন করছে এই মুহূর্ত। তবে এরই মাঝে পদকজয়ীদেরকে অপমান করেছে পাক সরকার। পাকিস্তান সরকার একটি নৈশ ভোজের আমন্ত্রণ জানিয়েছিল এই সকল ক্রীড়াবিদদেরকে নিয়ে।

সেখানে উপস্থিত থাকার কথা ছিল হকি খেলোয়াড় সহ বিভিন্ন প্রতিযোগিদের। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সেই নৈশভোজে উপস্থিত থাকবেন বলে জানিয়েছিলেন। প্রথমে আমন্ত্রণ করা হয়েছিল পদকজয়ী হকি খেলোয়ারদের কে। তাদের আমন্ত্রণ হঠাৎ বাতিল করে দেওয়া হয়। কেন বাতিল করে দেওয়া হয় তা অবশ্য স্পষ্ট নয়। প্রথমে আমন্ত্রণ জানানো এবং পরে আমন্ত্রণ বাতিল এই ঘটনায় হকি খেলোয়াড়রা অপমানিত বোধ করেছেন।

হকি দলের তারকা রাও সালিম নাজিম এঘটনায় বলেন, অনেক হকি খেলোয়ার কে ইমেইলে আমন্ত্রণ জানানো হয়েছিল শেষ মুহূর্তে অনেককে জানানো হয় অতিথি বেড়ে যাওয়ার কারণে বাতিল করা হচ্ছে আমন্ত্রণ পত্র। আর সেই ঘটনা মেনে নিতে পারেনি তারকা প্রতিযোগিরা। তারপরেই তারা নিন্দায় সরব হয়েছে পাক সরকারের। সরকারের পরিকল্পনাহীনতা , সরকারের উদাসীনতা , ও সরকারের ইচ্ছাকৃতভাবে অপমান করার বিষয়কে হাতিয়ার করেছেন প্রতিযোগিরা। এই ঘটনায় ক্ষুব্ধ দেশের পাকিস্তানের বহু মানুষ । সোশ্যাল মিডিয়াতেও চলছে ক্ষোভ বিক্ষোভের পর্ব।

Related Articles