রোহিতদের ম্যাচ দেখতে দুবাইয়ের গ্যালারিতে হিটম্যান পত্নী
Hitman's wife in Dubai gallery to watch Rohit's match

Truth Of Bengal: রবিবার দুবাইয়ের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেই ম্যাচ দেখতেই দুবাইয়ের গ্যালারিতে উপস্থিত হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মার পত্নী ঋতিকা সাজদেও। ঋতিকার সঙ্গে ছিলেন তাঁর ছয় বছরের কন্যা সামারিয়া। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে সেই ভিডিও।
Look who is here🥹😍
The biggest supporter of boss Rohit Sharma and team India queen Ritika bhabhi at Dubai stadium for #INDvsPAK 🔥 pic.twitter.com/53fCDozuyx
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) February 23, 2025
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া সফরে ধরাশায়ী হওয়ার পর বিসিসিআইএর পক্ষ থেকে বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবারের সদস্যদের ভ্রমণের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তারপর অবশ্য সেই নিয়মের কিছুটা পরিবর্তন করা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন ম্যাচ তাঁরা ক্রিকেটারদের পাশে থেকে দেখতে চান। আগে থেকে সেই ম্যাচের নাম জানাতে হবে বোর্ডকে। তারপরই বোর্ড সেই বিষয়ে ভাবনা-চিন্তা করবে।