ঐতিহাসিক জয় ভারতের, অসাধারণ কামব্যাক রোহিতের…
Historic win for India, amazing comeback by Rohit..

The Truth Of Bengal: বেঙ্গালুরু তে হাড্ডাহাড্ডি লড়াই এর পর জেতে ভারত । আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অসাধারণ কামব্যাক করলেন রোহিত শর্মা। ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেন। রীতিমতো ইতিহাস তৈরী করল ভারত অধিনায়ক ।
জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে । তার আগে টি-টোয়েন্টি সিরিজ খেলল টিম ইন্ডিয়া। আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সমাপ্ত হল । তৃতীয় তথা শেষ ম্যাচে ভারতীয় দলের হয়ে অসাধারণ ভাবে কামব্যাক করলেন অধিনায়ক রোহিত শর্মা । প্রথম দুই ম্যাচে দাপট সেভাবে দেখাতে পারেননি । রান আসেনি রোহিতের ব্যাট থেকে, তবে তৃতীয় ম্যাচে যেন ইতিহাস তৈরী করলেন ভারত অধিনায়ক ।সঙ্গে সমস্ত সমালোচনার ইতি টানলেন । মাত্র ২২ রানে ভারতের ৪ উইকেট পড়ে গেলেও অটল থাকেন রোহিত। রোহিত ৬৯ বলে ১১ চার ও ৮ ছক্কায় ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেন।
এদিন টস জিতে ভারত অধিনায়ক ব্যাট করার সিদ্ধান্ত নেন । বেশ কয়েকটি নজির গড়ে ওঠে এই ম্যাচে । টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ টি করে শতরানের মালিক ছিলেন তিন ক্রিকেটার। তারা হলেন সূর্য কুমার যাদব, রোহিত ও ম্যাক্সওয়েল। নিজেকে তো বটেই সঙ্গে বাকি দুজনকেও ছাঁপিয়ে পঞ্চম শতরান করলেন রোহিত শর্মা। যদিও আফগানিস্তানের বিপক্ষে সূর্যকে রাখা হয়নি তার চোটের কারণে।
ম্যাচে রোহিত দুর্দান্ত খেললেও আফগানিস্তান একপ্রকার জয় ছিনিয়ে নিয়েছিল তাদের হার না মানা লড়াইয়ের মাধ্যমে। মূল পর্বের খেলা শেষে দুই দলের স্কোর টাই হয়ে যায় । নিয়ম মত ম্যাচ গড়ায় সুপার ওভারে । সেখানেও আফগানিস্তান ভারতের জয় রুখে দিয়ে টাই করে যার ফলে ম্যাচ আবার দ্বিতীয় সুপার ওভারে চলে যায়। যা আন্তর্জাতিক ক্রিকেটে সচরাচর দেখা যায় না। তবে দ্বিতীয় সুপার ওভারে সহজে ই জিতে যায় ভারত।
Free Access