আইএসএলে হারের হ্যাটট্রিক, পদ থেকে ইস্তফা দিলেন কার্লেস কুয়াদ্রাত
Hat-trick of losses in ISL, Carles Kuadrat resigned from the post

Truth Of Bengal: ইস্টবেঙ্গল কোচের পদ থেকে ইস্তফা দিলেন কার্লেস কুয়াদ্রাত। কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কুয়াদ্রাতের পদত্যাগের সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়। আইএসএলে পর পর তিন ম্যাচে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। টানা হেরে এমনিতেও বেশ চাপে ছিলেন কুয়াদ্রাত। বিনো জর্জের কাঁধে আপাতত দলের দায়িত্ব তুলে দিল ম্যানেজম্যান্ট। একটি বিবৃতিতে তারা বলেছে, “ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। বিনো জর্জ অন্তর্বর্তী কোচ হিসাবে দায়িত্ব সামলাবেন। নতুন কোচ ঘোষণা না হওয়া পর্যন্ত তিনিই কোচ থাকবেন।”
ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তরফে কার্লেস কুয়াদ্রাতকে, তাঁর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানানো হয়। ইস্টবেঙ্গলকে অনেক বছর পর এএফসির মঞ্চে যোগ্যতা অর্জন করানো এবং প্রতিনিধিত্ব করানোর পাশাপাশি সুপার কাপ চ্যাম্পিয়ন করানোর জন্যও ধন্যবাদ জানায়। গত মরসুমে কুয়াদ্রাতের অধীনে সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। তারপরই তিনি হয়ে উঠেছিলেন লাল-হলুদ সমর্থকদের নয়নের মণি। গত বার ডুরান্ড কাপে রানার্স হয় তারা। আইএসএলের সুপার সিক্সে ওঠার আশাও তৈরি হয়েছিল। তাঁকে নিয়ে যে সমর্থকদের আশা দিনে দিনে বাড়ছিল তা বোঝাই যাচ্ছিল। সেই অনুযায়ী তালাল, দিয়ামান্তাকোস, আনোয়ারকে দলে নেওয়া হয়। কিন্তু এবার আইএসএলের শুরু থেকে অতন্ত বাজে পারফর্ম্যান্স করতে থাকে ইস্টবেঙ্গল। আর এবার হারের হ্যাটট্রিকের পরই বিদায় নিতে হল কুয়াদ্রাতকে।