খেলা

নতুন ইনিংস শুরু করলেন হার্দিক

Hardik started the new innings

The Truth Of Bengal: হাতে আর কয়েক দিন বাকি তারপরেই শুরু হবে আইপিএল।  আর এই আইপিএলে এবার নতুন ভাবে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে কারণ তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের  নতুন অধিনায়ক  হয়েছেন । দীর্ঘ চোট আঘাত কাটিয়ে তিনি ফিরে এসেছেন। আইপিএলে নামতে চান একেবারে নতুন উদ্যমে আর সে কারণে এবার কোচ বাউচারের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স এর ড্রেসিংরুমে তিনি ঈশ্বরের প্রতিকৃতিতে মালা পরিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন।  সঙ্গে নারকেলও পাঠালেন।

আগামীতে যাতে চোট আঘাতের সম্মুখীন না হতে হয় এবং অধিনায়ক হিসেবে তাঁর যাত্রা যাতে সুগম হয় সে কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।  যদিও মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে সেই ভিডিও এক্সে প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন ২২ গজ থেকে দূরে থাকার পর তিনি ফের  নামতে চলেছেন 22 গজে।  সে কারণে তার এই পুজো করা। সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে এক্সে লেখা হয়েছে- এ বার শুরু করা যাক । হাসিমুখে হার্দিক তার সতীর্থদেরকে আলিঙ্গন করেছেন। এর আগে ২০২২ সালে গুজরাত টাইটান্সে যোগ দিয়েছিলেন হার্দিক। তাঁর হাত ধরেই ট্রফী ঘরে এসেছিল । যা প্রথমবার ।

২০২৩ সালেও তার হাত ধরেই হার্দিকের নেতৃত্বে গুজরাত টাইটান্স দুরন্ত পারফরম্যান্স করেছিল। এবার হার্দিক ফিরেছেন  মুম্বই ইন্ডিয়ান্সে ।  আর তার হাত ধরে এই সোনালী স্বপ্ন দেখা শুরু করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। গতবছর  বিশ্বকাপের সময়  বাংলাদেশের বিরুদ্ধে খেলার সময়   গোড়ালিতে গুরুতর চোট পেয়েছিলেন হার্দিক । তার পর থেকে মাঠের বাইরে হার্দিক পাণ্ডিয়া । মাঝে যদিও দল বদল করে খবরের‌ শিরোনামে এসেছেন । এবার তার আগমনে নতুন কিছু হবে বলেই  মনে করা হচ্ছে ।

FREE ACCESS

 

Related Articles