খেলা

লখনউ ম্যাচে তিলককে তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন হার্দিক

Hardik explains why he picked Tilak in the Lucknow match

Truth Of Bengal: শুক্রবার ঋষভ পন্থদের লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে মাঠে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে ক্রিজে সেট হয়ে যাওয়া মুম্বই ব্যাটার তিলক ভার্মাকে আচমকাই তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় মুম্বই টিম ম্যানেজমেন্ট। যে সময় তিলককে তুলে নেওয়া হয়েছিল, সেই সময় তিনি ২৩ বলে ২৫ করেছিলেন।

তিলককে তুলে মুম্বই নামায় মিচেল সান্টনারকে। আর যে সময় এই ঘটনা ঘটে, সেই সময় মাঠেই উপস্থিত ছিলেন মুম্বই দলনেতা হার্দিক পাণ্ডিয়া। কিন্তু সান্টনার নেমেও মুম্বইকে জয়ের মুখ দেখাতে পারেননি। তবুও কেন তাঁকে নামানো হল? এই বিষয় নিয়েই নেটিজেনদের পাশাপাশি মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটাররাও।

হরভজন সিং থেকে শুরু করে, ইরফান পাঠান সকলেরই এক যুক্তি, সান্টানার কখনই তিলকের বদলি হতে পারেন না। কেন এমন অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া হল তারও সমালোচনা করেছেন তাঁরা। এরপরই কেন তিলকের বদলি হিসাবে সান্টনারকে নামানো হল তার ব্যাখ্যা দিলেন মুম্বই দলের কোচ হার্দিক পাণ্ডিয়া।

সাংবাদমাধ্যমের কাছে হার্দিক জানান, ‘লখনউ দলের বিপক্ষে আমাদের জেতার জন্য তখন চার এবং ছয়ের দরকার ছিল। সেই সময় ক্রিজে তিলক থাকলেও, তাঁর থেকে আমরা সেটা পাচ্ছিলাম না। এমন দিন সবার ক্ষেত্রেই আসে। যেদিন যেটা যাঁর কাছ থেকে চাওয়া হয়, সেটা পাওয়া যায় না। তাই ম্যাচ জেতাটা আমাদের কাছে অত্যন্ত জরুরি ছিল। সেই কারণে তিলককে তুলে সান্টনারকে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’

অবশ্য হার্দিকের এই যুক্তি অনেকেই মানতে চাইছেন না। তাঁদের মতে, হার্দিকও সেই সময় ক্রিজে ছিলেন। কিন্তু পিঞ্চ হিটার হিসাবে খ্যাত মুম্বই অধিনায়কও কিন্তু ম্যাচ জেতাতে ব্যর্থ হন। এরপরই তিলককে কেন তুলে নিয়ে সান্টনারকে নামনো হল তাঁর ব্যাখ্যা দেন মুম্বই দলের কোচ এবং শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে। মুম্বই কোচ জানান, ‘লখনউয়ের বিপক্ষে যখন আমাদের তৃতীয় উইকেট পড়েছিল, সেই সময় তিলক ক্রিজে থেকে ভালই ব্যাট করছিল। সূর্যর সঙ্গে ওর জুটিটাও ভালই জমেছিল।

আমরা সবাই মিলে আশা করেছিলাম, তিলক ক্রিজে সেট হয়ে যাওয়ার পর অন্তত বড় শটগুলি নিতে পারবে। কিন্তু তিলক সেটা করতে পারছিল না। তখন একপ্রকার বাধ্য হয়েই সান্টনারকে নামানো হয়। জানি এটা ঠিক হয়নি। কিন্তু কৌশলগত কারণেই আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম।’

Related Articles