
The Truth of Bengal: পুরনো চোট সারিয়ে ২২ গজের ফিরতে মরিয়া হার্দিক পান্ডিয়া। সে কারণে নতুন উদ্যমে দেখা গেল তাকে। নিজের instagram এ ফিরে আসার মরিয়া চেষ্টা করছেন তা দেখা গেল। আর কদিন পরেই আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া সেখানে হার্দিকের কামব্যাক কি হবে? প্রশ্ন অনুরাগীদের। সেই প্রশ্নেরই যেন উত্তর দিলেন হার্দিক। মাঠে ফেরার জন্য করছেন প্র্যাকটিস। বিশ্বকাপ খেলা চলাকালীনই হার্দিকের চোট লেগেছিল।
সেই চোটের জন্য তিনি পুরো বিশ্বকাপই খেলতে পারেননি। তাঁর পরিবর্তে তখন দলে নামানো হয়েছিল প্রসিধ কৃষ্ণাকে। এমনকী বিশ্বকাপ শেষ হওয়ার পরেও হার্দিক ফিট হতে পারেননি। চিকিৎসা চলছিল । তাঁর পক্ষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজ খেলা সম্ভব হয়নি।বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময়ে হার্দিক চোট পেয়েছিলেন হাঁটুতে । তার চিকিৎসা করিয়েছেন এর আগে । মাঝে আইপিএলের দল বদল ও করেছেন । এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন অনেকটাই ।২২ গজে ফেরার অপেক্ষায় রয়েছেন।
অনুরাগীদের দীর্ঘদিন ধরে যে প্রশ্ন ছিল হার্দিক কতটা সুস্থ কবে মাঠে ফিরবেন সরাসরি instagram এ তার প্র্যাকটিসের মাধ্যমে যেন উত্তর দিলেন হার্দিক। এদিকে ২০২৪ সালের আইপিএলের যে নিলাম তার আগে গুজরাট টাইটান্স থেকে হার্দিক গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স। এবং হার্দিক পান্ডিয়ার হাতে মুম্ব্ই ইন্ডিয়ান্স এর ক্যাপ্টেন্সিও তুলে দেওয়া হয়। সব মিলিয়ে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন হার্দিক যদিও তিনি মাঠে ফিরতে মরিয়া।