ঋণ পরিষোধ করতে ব্যর্থ হয়ে ইতিহাসের পাতায় গুয়াংজু এফসি
Guangzhou FC goes down in history after failing to repay debt

Truth Of Bengal : কথায় আছে ওজন বুঝে ভোজন করা উচিত। কিন্তু তা না করলে বিপদ অনিবার্য। ঠিক এমনই ঘটনা ঘটল কোনও ব্যক্তি বা সংস্থার ক্ষেত্রে নয়, ওজন না বুঝে ভোজন করতে গিয়েই বিপদের মুখে পড়তে হল চিনের অন্যতম ফুটবল ক্লাব গুয়াংজু এফসিকে। বিপুল পরিমাণ ঋণের দায়ে জর্জরিত হয়ে চিনের পেশাদার লিগ থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছে। সূত্রের খবর, ঋণের দায়ে ক্লাবের দরজায় নাকি তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চিনা ফুটবলের ইতিহাসে ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা নিজেদের আধিপত্য বিস্তার করেছিল। পাশাপাশি জয় করেছিল দু-দুবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের খেতাবের মুকুট-ও। তারা শেষবার খেতাব জয় করেছিল ২০১৯ সালে। চিনের ফুটবলকে বিশ্বের মানচিত্রে অন্যতম আকর্ষণ করে তোলার পিছনে গুয়াংজু এফসির অবদান অস্বীকার করা যায় না। বর্তমানে আরব ভূমিতে যে ভাবে বিশ্ব ফুটবলের তারকাদের ভিড় জমছে, একটা সময় চিনেও সেই একইভাবে শুরু হয়েছিল ফুটবল বিপ্লব। প্রচুর অর্থের প্রলোভনে চিনের ফুটবল লিগ খেলার জন্য ভিড় জমাতে থাকেন বিশ্বের নামী ফুটবলারাও। পাশাপাশি এই ক্লাবেই কোচিং করিয়েছেন বিশ্বের অন্যতম সেরা কোচরা। তালিকায় আছেন, মার্সেলো লিপ্পি, কানভারো, স্কোলারিরাও। ফুটবলের প্রসার ঘটানোর জন্য তৈরি হতে থাকে বিশাল- স্টেডিয়ামও।
কিন্তু গুয়াংজুর এই সুখের সময় বেশিদিন স্থায়ী হল না। ২০২২ সাল থেকেই ধীরে ধীরে অর্থনৈতিক বিপদের মুখে পড়তে শুরু করে চিনের এই বিখ্যাত ক্লাবটি। ক্লাবের অন্যতম প্রধান স্পনসর এভারগ্রিন রিয়েল এস্টেট কোম্পানি আর্থিক সমস্যার সম্মুখীন হলে, সমস্যায় পড়ে গুয়াংজু-ও।
বর্তমানে গুয়াংজু এফসি-ই শুধু নয়, চিনের একাধিক ক্লাবই নাকি বেগালাম অর্থ খরচের ফলে এখন বন্ধের মুখে। ফলে এশিয়া মহাদেশের অন্যতম এই দেশের ফুটবল লিগের আকর্ষণও কমতে চলেছে বিশ্বের ফুটবল মানচিত্রে। গুয়াংজুর ঋণের দায়ে বন্ধ হয়ে যাওয়া অবশ্যই শুধু চিনের নয়, বিশ্বের ক্লাব ফুটবলে অন্যতম ক্ষতি বলেও মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।