ভারতীয় কুস্তি ফেডারেশনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সরকার
Government lifts ban on Wrestling Federation of India

Truth Of Bengal: ভারতীয় কুস্তি ফেডারেশনের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার থেকে কুস্তি ফেডারেশনের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হবে সংস্থার প্রধান সঞ্জয় সিংয়ের হাতে। যিনি আবার ব্রিজভূষণ ঘনিষ্ঠ বলে পরিচিত।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলাধুলোর ভবিষ্যতের কথা চিন্তা-ভাবনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সামনেই অনেক টুর্নামেন্ট রয়েছে। তার মধ্যে অন্যতম হল জর্ডনে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে যদি ভারতীয় কুস্তি দল অংশগ্রহণ না করে, তাহলে পরবর্তী বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করতে পারবে না ভারতীয় কুস্তিগীররা। এখন সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে আর সেই বাঁধা রইল না।
এর পাশাপাশি কিছু নির্দেশকাও দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেগুলির মধ্যে অন্যতম হল ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত নন, এমন কোনও ব্যক্তি সংস্থার সঙ্গে যুক্ত হতে পারবেন না। কেবলমাত্র নির্বাচনে জয়ী ব্যক্তিরাই সংস্থার যাবতীয় দায়িত্ব পালন করবেন।
কিন্তু ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলনকারী কুস্তিগীররা মনে করেন, কিছুদিনই আগেই ভারতীয় কুস্তি সংস্থার অফিস স্থানান্তরিত করে ব্রিজভূষণ তাঁর বাড়িতে নিয়ে গিয়েছেন। কাজেই ব্রিজভূষণ এই সংস্থার সঙ্গে কোনওভাবেই যুক্ত থাকবেন না এটা হতে পারে না। কেননা সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকলেও ঘুরপথে যে প্রাক্তন প্রধান কুস্তি সংস্থার যাবতীয় কাজ ব-কলমে পরিচালনা করবেন বলেই মনে করছেন আন্দোলনরত কুস্তীগীররা।
দিল্লির হরিনগরের বাড়িতে ভারতীয় কুস্তি ফেডারেশনের অফিস হওয়ার প্রসঙ্গে সেই সময় সংবাদসংস্থাকে ব্রিজভূষণ জানিয়েছিলে, ‘ভারতীয় কুস্তি ফেডারেশনের অফিস কোথায় হবে, তা কেন্দ্রীয় সরকার ঠিক করে দিতে পারে না। এই সংস্থার কার্যালয় হরিনগরেই আছে। তবে অফিসের জন্য নতুন ঘর দেখার কাজ চলছে। ঘর পাওয়া গেলেই অফিস সেখানে স্থানান্তরিত হবে।’
উল্লেখ্য, ভারতীয় কুস্তি ফেডারশেনর তৎকালীন প্রধান ব্রিজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে রাজধানী দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনে সামিল হয়েছিলেন জাতীয় কুস্তিগীররা। সেই তালিকায় ছিলেন ভিনেশ ফগোট, বজরং পুনিয়া, সাক্ষি মালিকেরা। সেই আন্দোলনের জল অনেকদূর পর্যন্ত গড়িয়েছিল। এমনকি এখনও ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা চলছে।
এমনকি কেন্দ্রের বর্তমান সরকারের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠায়, তাঁকে গত লোকসভা নির্বাচনে প্রার্থীও করেনি পদ্ম শিবির। তাঁর বদলে কেন্দ্রের শাসক দল প্রার্থী করে ব্রিজভূষণের পুত্র করণভূষণ সিংকে। বর্তমানে সে সাংসদও নির্বাচিত হয়েছেন।