আকিব জাভেদ নন, দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজেও গিলেস্পিই কোচ পাকিস্তানের
Gillespie, not Aqib Javed, will coach Pakistan in South Africa Test series

Truth Of Bengal: পাকিস্তানের কোচের পদে ফের নয়া মোড়। আকিব জাভেদ নন, দক্ষিণ আফ্রিকা সিরিজ অবধি টেস্টে পাক দলের কোচের দায়িত্ব সামলাবেন গিলেস্পই। সোমবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে পিসিবির পক্ষ থেকে টেস্ট দলের কোচ হিসেবে গিলেস্পির নামের ওপর শীলমোহড় দেওয়া হয়। এবং সীমিত ওভারের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় গ্যারি কাস্টেনকে। কিন্তু আচমকাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সসিরিজ শুরুর আগেই কাস্টেন দায়িত্ব ছাড়লে অজিদের বিপক্ষে গোটা সিরিজেই কোচের দায়িত্ব দেওয়া হয় গিলেস্পির হাতে।
এরপর সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেই জিম্বাবোয়ের উদ্দেশে রওনা দেবেন বাবর আজমরা। তারপর সেখান থেকে পাক ক্রিকেট দল উড়ে যাবে প্রোটিয়াদের দেশে। সেখানে ৩টি একদিনের ম্যাচ ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পাশাপাশি দুটি টেস্ট ম্যাচও খেলবে পাকিস্তান। তবে গিলেস্পি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের টেস্ট দলের দায়িত্ব সামলালেও, প্রোটিয়াদের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচগুলিতে পাক দলের রিমোট কন্ট্রোল কার হাতে ওঠে তা নিয়েই জল্পনা শুরু হয়েছে।
সূত্রের খবর, সাদা বলের ক্রিকেটে পাকিস্তান দায়িত্ব নিতে ইতিমধ্যেই নাকি পিসিবির কাছে আগ্রহণ প্রকাশ করেছেন আকিব জাভেদ। তবে আকিবকে এই গুরু দায়িত্ব দেওয়া হবে কি না সেই ব্যাপারে এখনও সরকারিভাবে কোনও কিছুই জানায়নি পিসিবি।