
The Truth of Bengal: সব জল্পণার অবসান ঘটিয়ে গুজরাটের অধিনায়ক হয়েছেন গিল। মাত্র ২৪ বছর বয়সেই মসনদে বসেছে। মসনদে বসার এই অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেছে গিল । সোশ্যাল সাইটে গুজরাট টাইটান্সের তরফে এক ভিডিও শেয়ার করা হয়েছে । সেই ভিডিও তেই গিল জানাচ্ছেন , স্বাভাবিকভাবেই একটা বাড়তি উত্তেজনা রয়েছে। আইপিএল যখন শুরু হয় গিলের বয়স তখন মাত্র ৭-৮ বছর। তখন থেকেই স্বপ্ন দেখতেন একদিন দলকে নেতৃত্ব দেবেন। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। খুব খুশি তিনি। এর আগে গিলের অধিনায়কত্বের কোন অভিজ্ঞতা না থাকলেও তার মধ্যে এক বিরাট সম্ভাবনা আছে বলেই মন্তব্য করেছিল বিশেষজ্ঞরা। দলে হার্দিকের পরে গিলই কেমন পারফর্ম করেন এখন সেটাই দেখার । যদিও গতবছর আইপিএলের পর থেকেই জল্পণা ছিল শুভমান ই হবেন পরবর্তী অধিনায়ক। হার্দিক পান্ডিয়া আনুষ্ঠানিকভাবে গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন।
হার্দিক পান্ডিয়াকে নিয়ে এর আগে চূড়ান্ত নাটক চলে । তারপর জানা যায় নিজের পুরোনো দলেই ফিরছেন তিনি। ২৪ বছরের পঞ্জাবের এই ওপেনার বাইশ গজে নিজেকে প্রমাণ করার পাশাপাশি ক্রিকেট-ছাত্র হিসেবেও নিজেকে তৈরি করেছেন গত কয়েকটা বছর ধরে।শুভমানের পরিণত বোধ, স্কিল ও পারফরম্যান্স নিয়ে বারবার আলোচনা হয়েছে । সেকারণেই তরুণ নেতা হিসেবে বেছে নেওয়ার কারণ এটাই। আইপিএল-এ গুজরাটের হয়ে দু’টি সিজনেই বেশ ভালো খেলেছেন শুভমন। ভারতীয় দলেও তিনটি ফরম্যাটেই তাঁর জায়গা পাকা। শুভমান মেন দুরন্ত ঘোড়া । তাই তো তাকে বিরাট সচিনদের সঙ্গে তুলনা করা হয় । তাঁকে ভারতের পরবর্তী ‘যুবরাজ’ বলেও উল্লেখ করেন কেউ কেউ। এর আগে কলকাতা নাইট রাইডার্স থেকে গিল গুজরাটে এসে এই ফ্র্যাঞ্চাইজির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তাকে দায়িত্ব দিতে পেরে খুশি গুজরাটের কর্তারাও । অধিনায়কত্ব মানে অনেক দায়িত্ব। সততা, একাগ্রতা, চ্যালেঞ্জ সবদিকে খেয়াল রাখতে হয় । আর এ সব দিক থেকে গিল পিছিয়ে যাবে না বলেই মত বিশেষজ্ঞদের। গিল আরো উল্লেখ করেছেন যে নতুন অভিজ্ঞতা হবে তার । এর আগে এই অধিনায়কত্বের তালিকায় ছিল রশিদ খান ও কেন উইলিয়ামসন। তাদের একজনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে টি ২০ সবেতেই অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে। অপরদিকে অপরজন টি ২০ তে বরাবরই উজ্জ্বল নাম। যদিও তালিকার প্রথমে নাম ছিল শুভমানের। পারবেন বলেই উল্লেখ করেছেন গিল । নিজেকে ভাগ্যবান মনে করছেন গিল।