খেলা

অস্ট্রেলিয়ায় ব্যর্থ হলে ক্ষমতা হারাতে পারেন গম্ভীর

Gautam Gambhir could lose power if he fails in Australia

Truth of Bengal: নিউজিল্যান্ডের বিপক্ষে ০-৩ ব্যবধানে হারের পর টিম ইন্ডিয়া হোডস্যার গৌতম গম্ভীরের সমালোচনা চলছেই। দলের বাজে পারফরম্যান্সের খেসারতও দিতে হচ্ছে কোচকেও। বিসিসিআই তাঁর ক্ষমতা সীমিত করতে পারে বলে জানা যাচ্ছে বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।

রাহুল দ্রাবিড়ের পর ভারতের কোচ হওয়ার সময় গম্ভীর যেসব শর্ত জুড়ে দেন, তার একটি ছিল দল নির্বাচনে তাঁর মতামতকে গুরুত্ব দিতে হবে। কোচ হওয়ার পর গম্ভীরকে বাড়তি সেই সুবিধা দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড। রবি শাস্ত্রী বা রাহুল দ্রাবিড় যে সুবিধা পাননি, তা-ই পেয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনে তার জোরাজুরিতেই হার্ষিত রানা ও নীতীশ রেড্ডিকে দলে নিয়েছে ভারত।

এদিকে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন বর্ডার-গাভাসকার সিরিজে অগ্নিপরীক্ষা দেবেন গম্ভীর। এই সিরিজ না জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মিস করবে ভারত। এমনটা হলে এর পরের সিরিজ থেকে কেড়ে নেওয়া হবে গম্ভীরের ক্ষমতা।  সে ক্ষেত্রে দল নির্বাচনে আর গ্রাহ্য করা হবে না তাঁর মতামত। নির্বাচকদের ওপরেই ভরসা করতে হবে তাঁকে।

Related Articles