খেলা

“বাংলাদেশ থেকে বাংলা ও কাশ্মীর…” জঙ্গি হামলার ঘটনায় সরব প্রাক্তন পাক ক্রিকেটার কানেরিয়া

"From Bangladesh to Bengal and Kashmir..." Former Pakistan cricketer Kaneria condemns terror attack

Truth of Bengal: জম্মু-কাশ্মীরের পহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন বহু মানুষ। এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়া।

তিনি এক্স (টুইটার)-এ লেখেন, “পহেলগামে ফের একটি নৃশংস হামলা। বাংলাদেশ থেকে শুরু করে বাংলা এবং কাশ্মীর – এক বিশেষ মানসিকতা হিন্দুদের নিশানা বানাচ্ছে। কিন্তু যারা নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করে, তারা এই কাপুরুষদের নির্যাতিত সংখ্যালঘু হিসেবে দেখে। যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ন্যায়বিচার পাওয়া উচিত।”

এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, “এই হামলার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা সব ধরনের সন্ত্রাসবাদকে নিন্দা করি।” তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন, “এই ঘটনার পেছনে ভারতেরই কিছু বিদ্রোহী রয়েছে।”

এই ঘটনা ঘিরে ভারতের ক্রীড়াজগতেও তৈরি হয়েছে শোক ও ক্ষোভ। গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল এক্স-এ লেখেন, “পহেলগামের হামলার খবর শুনে মন ভেঙে গেছে। আহত ও নিহতদের পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। ভারতের মাটিতে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই।”

প্রাক্তন উইকেটকিপার পার্থিব প্যাটেল লেখেন, “আজ কাশ্মীরে যা ঘটেছে, তা শুনে আমি বাকরুদ্ধ। আমি নিশ্চিত, যারা এই বর্বরতার জন্য দায়ী, তাদের উপযুক্ত শাস্তি হবে।”

বর্তমান জাতীয় দলের কোচ ও প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরও লিখেছেন, “নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। যারা এই হামলার পেছনে রয়েছে, তাদের চরম মূল্য দিতে হবে। ভারত চুপ করে থাকবে না।”

এই হামলার ঘটনায় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া মহল জুড়ে শোক ও প্রতিবাদের ঢেউ উঠেছে। সবাই এক সুরে চাইছে—দোষীদের যেন দ্রুত বিচারের মুখোমুখি করা হয়।

Related Articles