নেশন লিগে পচা শামুকে পা কাটল ফ্রান্সের, জয় ইতালি ও ইংল্যান্ডের
France loses to rotten Shamu in Nations League, wins for Italy and England

Truth Of Bengal: নেশন লিগের ম্যাচে পচা শামুকে পা কাটল ফ্রান্সের। ফরাসিদের থেকে পরিসংখ্যান থেকে শুরু করে শক্তি সহ সমস্ত বিভাগেই কয়েক কদম পিছিয়ে ইজরায়েল। আর ইজরায়েলের কাছেই গোলশূন্যভাবে ম্যাচ শেষ করলেন ফরাসিরা।
ম্যাচের ৭১ শতাংশ বল পজিশন নিজেদের দখলে রেখেছিলেন ফরাসি ফুটবলাররা। ইজরায়েলের গোল লক্ষ্য ৮টি শট নিলেও তা থেকে কাজের কাজ করতে পারলেন না দিদিয়ের দঁশের দল। তবে ম্যাচ ড্র করেও কোনও ক্ষতি হল না ফ্রান্সের। নেশন লিগের শেষ আটে ইতিমধ্যেই জায়গা পাকা করে নিয়েছে ফ্রান্স।
ফুটবল ছাড়াও রাজনৈতিক কারণে এই ম্যাচের উত্তাপও ছিল যথেষ্ট। সেই কারণে নিরাপত্তার ব্যবস্থাও ছিল যথেষ্ট আটোসাঁটো। প্রায় ৪ হাজার নীরাপত্তারক্ষী এই ম্যাচে নিরাপত্তার দায়িত্বে থাকলেও মাঠে সেভাবে দর্শকরা আসেননি।
অন্য আর একটি ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে জয় তুলে নিল ইতালি। খেলার ১১ মিনিটের মাথায় সান্দ্রোতালির করা গোলে জয় পান আজ্জুরিরা। ম্যাচ জিতে এই গ্রুপ থেকে শেষ আটের জায়গা করে নিল ইতালিও। আর একটি ম্যাচে গ্রিসকে বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। খেলার ফল ৩-০। ইংল্যান্ডের হয়ে ওয়াটকিংস এবং কার্টিস জোন্স। বাকি একটি গোল হয় আত্মঘাতী।