প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ডেভিড জনসন আত্মঘাতী
Former Indian cricketer David Johnson committed suicide

The Truth Of Bengal: আত্মহত্যা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা কর্ণাটকের প্রাক্তন রঞ্জি ক্রিকেটার ডেভিড জনসন। তাঁর নিজের আবাসনের চতুর্থ তল থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন প্রাক্তন এই ক্রিকেটার।
বৃহস্পতিবার এই মর্মান্তিক মৃত্যুর খবর সামনে আসে। খবর পেয়েই কর্ণাটকের কোথানুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। মৃতদেহ ওই আবাসন থেকে উদ্ধার করে ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।একজন দ্রুতগামী বোলার হিসাবে পরিচিত ছিলেন তিনি । ১৯৯৬ সালে ভারতের হয়ে দুটি টেস্ট ম্যাচ খেলেছিলেন ডেভিড জনসন। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ভারতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর প্রথম টেস্ট অভিষেক হয়।
Saddened to hear the passing of my cricketing colleague David Johnson. Heartfelt condolences to his family. Gone too soon “ Benny”!
— Anil Kumble (@anilkumble1074) June 20, 2024
১৯৭১ সালের ১৬ই অক্টোবর তার জন্ম। আন্তর্জাতিক ক্রিকেটে তার সংক্ষিপ্ত কেরিয়ার হলেও দীর্ঘদিন রাজ্যের হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন। রঞ্জি ট্রফিতে তাঁর একাধিক রেকর্ড রয়েছে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তরুণ ক্রিকেটারদের কোচিং করাতেন তিনি। এই ক্রিকেটারের এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট ক্রিকেটাররা।