খেলা

কোহলির জন্যই যুবরাজেক নীরবে সরে যেতে হয়েছিল দাবি উত্থাপ্পার

For Kohli, Yuvrajek had to step away from the demand

Truth Of Bengal :  একটা সময় ভারতীয় ক্রিকেটার হিসাবে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে অন্যতম জনপ্রিয় ক্রিকেটার হয়ে উঠেছিলেন যুবরাজ সিং। জাতীয় দলের জার্সি গায়ে দু’বার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়কও ছিলেন এই পঞ্জাব তনয়। কিন্তু টেস্ট ক্রিকেটে সেইভাব সুযোগ না পেলেও সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন এই বাঁ হাতি অলরাউন্ডার। কিন্তু সেই সময় দলের অধিনায়ক বিরাট কোহলির জন্যই যুবরাজকে নীরবে-নিভৃতে আন্তর্জাতিক ক্রিকেটের ময়দান থেকে সরে দাঁড়াতে হয়েছিল। কোহলির বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন তাঁরই প্রাক্তন সতীর্থ রবীন উত্থাপ্পা।

এই বিষয়ে উত্থাপ্পা বলেন, ‘বিরাট যখন জাতীয় দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন, সেইসময় সবকিছুই তাঁর মর্জিমত চলত। কেউ কিছু বলার সাহস পেত না। অর্থ্যাৎ বিরাট জাতীয় দলের ড্রেসিংরুমে নিজের আধিপত্য কায়েম করে সতীর্থদের বুঝিয়ে দিয়েছিল, হয় আমার মত করে চল, নতুবা তুমি আসতে পার।’

প্রাক্তন বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য যুবরাজের প্রসঙ্গ তুলে উত্থাপ্পা আরও বলেন, ‘যুবরাজ যখন মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, সেই সময় যুবিকে প্রায় অনেকদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল। এরপর মারণরোগের বিরুদ্ধে লড়াই করে যখন যুবরাজ সুস্থ হয়ে উঠে জাতীয় দলে কামব্যাক করার চেষ্টা করছিল, সেইসময় দলের অধিনায়ক বিরাট কোহলি চাননি যুবি যাতে জাতীয় দলে পুনরায় খেলতে পারে। এবং তারজন্য ফিটনেশ পরীক্ষায় যুবরাজকে পাশ করানো হয়নি। যুবি অনুরোধ করেছিল, যাতে ওঁকে অন্তত ২ পয়েন্ট ছাড় দেওয়া হয়। সেটাও পর্যন্ত মানা হয়নি। পরে অবশ্য যুবরাজ দলে সুযোগ পেলেও সেইভাবে নিজেকে আর তুলে ধরতে পারেনি। এবং তার পর থেকেই যুবরাজের কাছে জাতীয় দলে ফেরার দরজা চিরতরে বন্ধ হয়ে যায়।’

এরপর উত্থাপ্পা আরও বলেন, শুধু জাতীয় দলেই নয়, ‘আরসিবি-তে অধিনায়কত্ব করার সময়ও বিরাট একইভাবে দলকে পরিচালনা করত। যা একেবারেই একজন অধিনায়কের কাছে আশা করা যায় না।’

Related Articles