খেলা

অবশেষে জল্পনার অবসান, ব্রিগেডের দিনেই মহানগরে আয়োজন ডার্বির

Finally the speculation is over, the derby will be organized in the metropolis on the day of the brigade

The Truth Of Bengal: একদিকে রাজনৈতিক উত্তাপ উত্তেজনা অপরদিকে ডার্বির উত্তেজনা , বসন্তের  তাপমাত্রাকে যে কয়েক গুন বাড়িয়ে  দেবে তা একেবারে স্পষ্ট। ডার্বি নিয়ে বেশ ধোঁয়াশা ছিল। রাজনৈতিক কার্যকলাপের দিনে আদৌ সম্ভব কিনা ডার্বি আয়োজনের। সেই সঙ্গে সমস্যা আরো একটা ছিল সঠিক পুলিশি নিরাপত্তা নিয়ে।  এবার এ বিষয়ে স্পষ্ট জানা গিয়েছে পুলিশি নিরাপত্তার মধ্যেই কলকাতাতে হবে ম্যাচ।

এবার  দুই উত্তেজনায় মত্ত হতে চলেছে বাঙালি আগামী ১০ই মার্চ । আইএসএল কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছিল ডার্বি রয়েছে আগামী  ১০ই মার্চ। সঙ্গে শাসক দলের তরফ থেকেও ঘোষণা করা হয়েছে ওই দিন  রয়েছে ব্রিগেড সমাবেশ ।  ১০ মার্চ রবিবাসরীয় দিনটা হতে চলেছে একেবারে ধামাকাদার। সুপার সান্ডেতে ডার্বি দেখতে চাওয়া সব দর্শকদের পথ গিয়ে মিলবে যুবভারতীতে।

ভোটের এই বছরে রাজনৈতিক উত্তেজনা যতই থাকুক না কেন বাঙালির সঙ্গে ফুটবল যেন রক্তের মধ্যে মিশে রয়েছে।সেজন্য্ই বলা হয় সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। সেই ফুটবল যখন্ই হোক না কেন উপভোগ করবে বাঙালি। ময়দানে ফুটবলের ডার্বি মানে আলাদা উত্তেজনা, উন্মাদনা। সঙ্গে নানানরকম স্লোগান। উত্তেজনা যেমন থাকে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার পারদ লক্ষ্য করা যায় সমর্থকদের মধ্যেও। এবার সেই ডার্বি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে। ফুটবল যদি হয় মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের তা বাড়তি উন্মাদনার হয়ে ওঠে উত্তেজনায় টগবগ করে ফুটতে  থাকে মহানগর। যুবভারতী ক্রীড়াঙ্গনের হবে সেই হাইভোল্টেজ ম্যাচ। দিনে যদিও নজর কাড়া ভিড় থাকবে ব্রিগেড চত্বরে। আর রাতে থাকবে ডার্বির উত্তেজনা।

FREE ACCESS

Related Articles