খেলা

অবশেষে পূরণ করলেন ভারতের চার কুস্তিগীর, কুস্তিতে সোনা এল দেশে

Finally, four wrestlers of India fulfilled, gold came to the country in wrestling

Truth of Bengal: প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে যে স্বপ্ন পূরণ হয়নি দেশবাসীর সেই স্বপ্ন অবশেষে পূরণ করলেন ভারতের চার কুস্তিগীর। প্যারিস অলিম্পিক্স শেষ হ্ওয়ার দিন কয়েকের মধ্যে কুস্তিতে সোনা এল দেশে ।  জর্ডানের রাজধানী আম্মানে অনূর্ধ্ব-17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাতে  অংশ নিয়েছিলেন  চার মহিলা কুস্তিগীর । অদিতি কুমারী, নেহা সাংওয়ান, মানসী এবং পুলকিত । ভারতের চারজন প্রতিযোগি যে কটি কুস্তির বিভাগে নেমেছেন সবকটিতে জয়লাভ করেছেন।

সব কটি বিভাগ থেকে  স্বর্ণপদক এসেছে । ভারতের হয়ে প্রথম সোনা জিতেছেন অদিতি। তিনি একতরফা ভাবে গ্রিক কুস্তিগীর মারিয়া লুইজাকে ৭-০ গোলে পরাজিত করেন।ভিনেশ ফোগাটের গ্রামের কুস্তিগীর নেহা সাংওয়ান ৫৭  কেজি  বিভাগে জয়লাভ করেছেন। এছাড়াও পুলকিত  ৬৫ কেজি  বিভাগে ৬-৩ এবং মানসী ৭৩ কেজি  বিভাগে সোনা জিতেছেন। এই চরম কুস্তিগীরের সোনা জয়ের কারণে ভারতবাসীর সোনার স্বপ্ন পূরণ হলো ।

এর আগে প্যারিস অলিম্পিক্সে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও,  বিনেশ ফোগাট পদক পাননি। প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি কুস্তিতে বিনেশ ফোগাটের ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় তাঁকে বাদ পড়তে হয়েছে এই টুর্নামেন্ট থেকে । তার পরেও  এখানেই থেমে থাকেননি বিনেশ ফোগাট। তিনি আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্ত যান এবং সেখানে তিনি রুপো  দেওয়ার দাবি করেন। শেষ পর্যন্ত কোনো পদক আসেনি ।

তবে বিনেশ খুশি ভারতের মেয়েরাই পদক জয় লাভ করাতে। যাইহোক, ভারতীয় কুস্তিগীররা অনূর্ধ্ব-17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে প্যারিস অলিম্পিক্সের  অভাব পূরণ করেছেন। জর্ডানে অনুষ্ঠিত এই ইভেন্টে ভারতের মহিলা কুস্তিগীররা উজ্জ্বল ছিলেন। ৪ জন কুস্তিগীর জিতে স্বর্ণপদক জিতে দেশের গৌরব বাড়ালেন বয়ে আনলেন সোনা। সোনার জেতার খবর শোনার পর বজরং পুনিয়া ভারতের সোনার মেয়েদের শুভেচ্ছা জানিয়েছেন এক্সে (সাবেক টুইটার)। তিনি লিখেছেন “দেশের সোনার কন্যারা! প্রত্যেককে শুভেচ্ছা”

Related Articles