খেলা

২০৩০ ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে নতুন ভাবনা

Fifa New ideas about the 2030 football world cup

The Truth of Bengal: যাত্রা শুরু ১৯৩০ এ । ২০৩০ এ হবে শতবর্ষ। আর তাকে স্পেশাল করার জন্য স্পেশাল ভাবনা ফিফার ।  ২০৩০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে পৃথিবীর প্রায় অর্ধেকটাজুড়ে। ব্যাপারটি শুনতে অন্যরকম মনে হলেও সেটাই হবে। স্পেন, পর্তুগাল এবং মরক্কোর সঙ্গে ২০৩০ বিশ্বকাপের আয়োজক আছে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। লাতিন তিন দেশ অবশ্য শুধু শুরুর তিনটি ম্যাচই আয়োজন করবে। এই দেশগুলো নিজেদের প্রথম ম্যাচগুলো খেলবে নিজ দেশে।

মূলত বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে অভিনব উপায়ে লাতিন দেশে ফেরানো হচ্ছে বিশ্বকাপকে। ১৯৩০ সালে উরুগুয়ের রাজধানী মন্তেভিডিওতে শুরু হয়েছিল বিশ্বকাপের মহাযজ্ঞ। আগামী বছর ফিফার কংগ্রেসে এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হবে।ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তিন মহাদেশজুড়ে বিশ্বকাপ আয়োজন নিয়ে বলেছেন, বিভাজিত পৃথিবীতে ফিফা ও ফুটবল সবাইকে ঐক্যবদ্ধ করছে।

বিশ্ব ফুটবলের প্রতিনিধিত্বকারী ফিফা কাউন্সিল সর্বসম্মতভাবে ফিফা বিশ্বকাপের শতবর্ষ পালনের ব্যাপারে ঐকমত্য পোষণ করেছে। যার প্রথম আসর উরুগুয়েতে বসেছিল ১৯৩০ সালে।ফিফা সভাপতি আরও বলেছেন, ‘২০৩০ সালে আমাদের অনন্য এক বৈশ্বিক পদচিহ্ন থাকবে। তিনটি মহাদেশ—আফ্রিকা, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা; ছয়টি দেশ—আর্জেন্টিনা, মরক্কো, প্যারাগুয়ে, পর্তুগাল, স্পেন এবং উরুগুয়ে। যেখানে বিশ্বকাপের শতবর্ষে স্বাগত জানানো হবে এবং একসঙ্গে সুন্দর খেলাটি উদ্‌যাপনের সময় সবাইকে ঐক্যবদ্ধ করা হবে।’

Free Access

Related Articles