ক্রমশ বাড়ছে সন্তোষ ট্রফির গ্ল্যামার! ফিফা সুপ্রিমো আসছেন ভারতে
FIFA President will be come to India

The Truth of Bengal: এবারের সন্তোষ ট্রফিতে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি বাংলা ফুটবল দল। তবে উল্লেখ যোগ্য ভাবে সন্তোষ ট্রফির গ্ল্যামার যেন বাড়ছে। অন্তত এবছর তো বটেই। এ বার সেই সন্তোষ ট্রফিতেই হাজির থাকবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তার পাশাপাশি ফিফার তরফে একাধিক কর্ম ব্যক্তি হাজির থাকার কথা রয়েছে।
টুর্নামেন্ট শুরুর আগে বহু আশা আকাঙ্খা নিয়ে ভবানীপুর দলের কোচ রঞ্জন চৌধুরীকে দলের দায়িত্ব দেওয়া হলেও এবার তিনি চরম নিরাশ করলেন সকলকে। একটা সময় তার হাত ধরে টুর্নামেন্ট ফাইনাল খেললেও এবার একেবারেই ভরাডুবি হয় বাংলা ফুটবল দলের। এই বিষয়ে কল্যাণ চৌবে বলেছেন, “ফিফা এবং এআইএফএফ-এর প্রস্তাবিত যৌথ অ্যাকাডেমির বিষয়ে বিস্তারে ওয়েঙ্গারের সঙ্গে আলোচণা হবে। একটা অ্যাকাডেমি নয়, আমরা এই রকম পাঁচটা অ্যাকাডেমি গড়ে তুলতে চাই।
প্রতিটা জোনে একটি করে এই রকম অ্যাকাডেমি আমরা গড়ে তুলতে চাই। ব্যক্তিগতভাবে আমি মনে করি ভারতের মতো বড় দেশে একটা অ্যাকাডেমি যথেষ্ট নয়। মার্চ মাসের ৯ অথবা ১০ তারিখ অরুণাচল প্রদেশে সন্তোষ ট্রফি ফাইনাল হওয়ার কথা। সেখানেই হাজির থাকার কথা বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার সর্বোচ্চ কর্তার। সেই সঙ্গে একঝাঁক ফিফা কর্তার আসার কথা। ফিফা প্রেসিডেন্ট অবশ্য এর আগেও ভারত সফরে এসেছেন।
Free Access