ইস্টবেঙ্গলের কাছে সমর্থকেরাই ভগবান স্বরূপ! সোশ্যাল সাইটে পোষ্ট বিভিন্ন মুহূর্তের ক্লিপিংস
Fans are gods to East Bengal

The Truth of Bengal: সব ক্লাবই চায় সমর্থকদের ভালোবাসা অর্জন করতে । যা অমূল্য সম্পদ । টানা ব্যর্থতার পর ঘুরে দাঁড়াতে চায় ক্লাব । ট্রফির খড়াও কাটাতে চায় । সঙ্গে চায় সমর্থকদের ভালোবাসা , সমর্থন যি অমূল্য সম্পদ স্বরূপ । ইস্টবেঙ্গলের তরফে সোশ্যাল সাইটে এক ভিডিও পোষ্ট করা হয়েছে যেখানে দেখা গেছে সমর্থকেরা ইস্টবেঙ্গলের জার্সি পরে রয়েছেন । এবং ক্যাপশনে লেখা হয়েছে এটাই স্বর্গ । এবছর আবার নাওরেম মহেশ সিং প্রতিজ্ঞা করেছেন ইস্টবেঙ্গলের জার্সিতে অনেক হিসেব বদলে দেবেন। মুখে না বললেও মহেশ জানেন গত চার বছর ধরে কতটা কষ্টে আছেন সমর্থকরা।
তিনি দুর্ধর্ষ ফুটবল খেলে সমর্থকদের আশার সঞ্চার করেছিলেন গত বছর। এবার মহেশ আরও বেশি তৈরি। খড়া কাটাবেন ই ট্রফির । সঙ্গে তার অন্যতম লক্ষ্য মোহনবাগানকে হারানো । চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবকে হারানো শুধু ক্লাবের জন্য নয় সমর্থকদের জন্য ও বড় পাওয়া । কোচ কুয়াদ্রাত আগেই বলেছেন, “সবই বুঝতে পারছি। আমি শুধু বলতে চাই, শূন্য থেকে শুরু করছি। তাই সমর্থকদের আমাদের উপরে ভরসা রাখতেই হবে।”এমনিতেই গত কয়েকবছর ধরে ইস্টবেঙ্গলে টানা ব্যর্থতা চলছে। টানা আটটি ডার্বিতে হারের পরে তারা যুবভারতীতে ডুরান্ডের গ্রুপ পর্বে জিতেছিল।
শেষ তিন বছরের ব্যর্থতা ঝেড়ে ফেলে কার্লেস কুয়াদ্রাতের অধীনে ঐতিহ্যের মশালের পুরনো গড়িমা ফিরিয়ে আনার শপথ নিয়েছে ইস্টবেঙ্গল। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগে নামার আগে ম্যাচ প্র্যাকটিস সেরে রেখেছে ডুরান্ড কাপের মধ্যে দিয়ে। অল্পের জন্য ফাইনালে হেরে রানার্স হলেও লাল-হলুদ জার্সিধারীদের পারফরম্যান্সে অনেক দিন পর পুরনো ইস্টবেঙ্গলকে দেখা যাচ্ছে।হাতে ক্যামেরা , পতাকা নিয়ে সমর্থকেরা লাল হলুদ শিবিরেই রয়েছেন এমন এক ভিডিও পোষ্ট করা হয়েছে সোশ্যাল সাইটে ।
Free Access