খেলা

বিস্ফোরক দাবি ইজরায়েলের , “হামাসকে মদত যোগাচ্ছে চিন”

Explosive claims of Israel, "China is supporting Hamas"

The Truth Of Bengali : হামাস ও ইজরায়েলের সংঘাত লাগাতার চলছে। কেউ পিছু হটতে চাইছে না । এই যুদ্ধের আবহে ইজরায়েলের দাবি নানা ধরনের অত্যাধুকিন অস্ত্র, এবং বিস্ফোরক হামাস ব্যবহার করছে ইজরায়েলের সঙ্গে যুদ্ধ চালাতে। অসংখ্য এম ১৬ অ্যাসল্ট রাইফেল, সেই রাইফেলের বুলেট, উন্নতমানের বিস্ফোরক , যুদ্ধের সময় নিজেদের মধ্যে যোগাযোগ রাখার রেডিও এই সবকিছুই হামাসকে জোগান দিচ্ছে চিন। এমনটাই দাবি জানিয়েছে ইজরায়েল। কিন্তু এই অত্যাধুনিক যুদ্ধের সরঞ্জাম চিন কিভাবে দিচ্ছে হামাসকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে মরীয়া হয়ে উঠেছে ইজরায়েল।

তবে কি হামাস ও ইজরায়েল যুদ্ধের মাঝে জড়িয়ে আছে শি জিন পিং। এই বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সম্প্রতি ইজরায়েলের ডিফেন্স ফোর্স সন্ধান চালিয়ে হাতে পেয়েছে হামাসের এক অস্ত্রভাণ্ডার। যা দেখে চক্ষুচড়ক গাছ ইজরায়েলের। ইজরায়েলের এক ইন্টালিজেন্স অফিসার জানিয়েছেন যুদ্ধের আগে চিনের সঙ্গে ইজরায়েলের সুসম্পর্কই ছিল।

কিন্তু চিন যদি সত্যি এই ভাবে হামাসকে মদত জোগাতে থাকে তাহলে ভাবতে হবে চ চিনের সঙ্গে সুসম্পর্ক রাখার ক্ষেত্রে। ইজরায়েলের ধারনা এই সব অস্ত্র ইরানের মধ্যস্ততায় চিন হামাসকে সরবরাহ করছে। ২০২৩ সালে ৭ সেপ্টেম্বর সম্ভবত এই অস্ত্র দিয়েই হামাস হামলা চালায় ইজরায়েলের উপর এমনটাই অনুমান করছে ইজরায়েল বাহিনী।

 

FREE ACCESS

Related Articles