খেলা
Trending

রায়পুর স্টেডিয়ামের একাংশ বিদ্যুৎহীন? বকেয়া বিল প্রায় সাড়ে তিন কোটি! এ কি কাণ্ড ?

Electricity Bill Pending At Raipur Stadium Ahead of India Australia Match

The Truth Of Bengal: ভারত অস্ট্রেলিয়া ম্যাচের আগে রায়পুর স্টেডিয়ামে বিদ্যুতের বিল বাকি।স্টেডিয়ামের একাংশ বিদ্যুৎহীন । সমর্থকদের মধ্যে হ্ইচ্ই শুরু। তাহলে ম্যাচ দেখবেন কী ভাবে ! প্রশ্ন উঠলেও জানা যায় গত বহু ম্যাচে স্টেডিয়ামে জেনারেটর ব্যবহার হয়েছে এবার ও তাইই হবে।তবে বকেয়া বিল প্রায়  সাড়ে তিন  কোটি।  ৫ বছর ধরে এই বিল মেটানো হয়নি।সেকারণেই  স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছিল ৫ বছর আগে থেকেই।

রায়পুর স্টেডিয়াম দেশের অন্যতম।  এই স্টেডিয়ামের একাংশে বিদ্যুৎ নেই ,কারণ স্টেডিয়ামে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।বকেয়া বিল প্রায়  সাড়ে তিন  কোটি। এর আগে  ৫ বছর আগে স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছিল এক ই কারণে।স্টেডিয়ামটি নির্মাণের পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পিডব্লিউডি-র কাছে হস্তান্তর করা হয়।বাকি খরচের দায়িত্বে ক্রীড়া বিভাগের হাতে।বকেয়া বিল না মেটানোয় স্টেডিয়ামের একাংশ অন্ধকার থাকার সম্ভাবনা রয়েছে।

১০ হাজারি গ্যালারির একাংশের মে বিল তার কি মেটাতে পারবে স্টেডিয়াম কর্তৃপক্ষ ? নাকি অন্ধকার ই থাকবে ?  ফ্লাডলাইটের অভাব কি কোনো ভাবে  মেটানো সম্ভব হবে ! প্রশ্ন রয়েছে অনেক। ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টি-২০ ম্যাচের আগেই এ খবর জানা গেছে । ছত্তীসগড় ক্রিকেট অ্যাকাডেমির কর্তারা এখন মরিয়া হয়ে যোগাযোগ করছেন বিদ্যুৎ বিভাগের সঙ্গে। পাঁচ বছর আগে থেকেই  এ বিষয়ে  কড়া বার্তা জারি হয়েছিল  ছত্তীসগড় বিদ্যুৎ বিভাগের তরফ থেকে ।  সেই সময় থেকেই স্টেডিয়ামের একাংশে বিদ্যুৎ নেই ।

এখনো বিল মেটাতে পারেনি ছত্তীসগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন।  ম্যাচের আগে তীব্র হট্টগোল শুরু হয় দর্শকদের মধ্যে।  দর্শকদের মধ্যে প্রশ্ন ওঠে যে এই লাইটের চাহিদা কি মেটাতে পারবে দর্শকদের মোবাইলের আলো !  কতৃপক্ষের তরফে বলা হয়েছে ,বিদ্যুতের বিল কত বাকি রয়েছে তা  বলা সম্ভব নয়। তবে অতীতের ম্যিচের কথা তুলে ধরে  বলি হয়েছে , যে সব আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছে, তার জন্য জেনারেটর ব্যবহার করা হয়েছে। তার অন্যথা এবার ও হবে না ।

Free Access

Related Articles