খেলা

ইস্টবেঙ্গলের নতুন হেডস্যার কার্লেস এলেন কলকাতায়

Eastbengal FC

The Truth of Bengal: প্রতীক্ষার অবসান। কলকাতায় এলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। সোমবার ভোরবেলা কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান লাল-হলুদ সমর্থকরা। কুয়াদ্রাতের সঙ্গেই এসেছেন ইস্টবেঙ্গলের সহকারী কোচ দিমাস ডেলগাডো।  বিমানবন্দরেই একপ্রস্ত সংবর্ধনা দেওয়া হয় লাল-হলুদ কোচকে। সেইসঙ্গে সমর্থকদের দাবি, এবার অধরা সাফল্য আনতেই হবে। নতুন কোচ আসছেন জেনে, মাঝরাতেই বিমানবন্দরে ভিড় করেন লাল-হলুদ সমর্থকরা।

গত কয়েক মরশুম থেকেই মনমরা ইস্টবেঙ্গল সমর্থকরা। কারণ, বহুদিন কোনও ট্রফি নেই। তাঁদের আশা, এবার সেই খরা কাটবে। খরা কাটাবেন নতুন কোচ কার্লেস কুয়াদ্রাত। স্প্যানিশ কোচও আশাবাদী, একঝাঁক নতুন ফুটবলার নিয়ে কলকাতায় তিনিও নতুন করে শুরু করবেন। মঙ্গলবার থেকেই এই আইএসএল জয়ী কোচ ডুরান্ড কাপের অনুশীলন শুরু করে দেবেন। গত কয়েক বছরে ইস্টবেঙ্গলের শুধুই ব্যর্থতা। কুয়াদ্রাতের কাছ থেকে সাফল্যের স্বপ্ন দেখছেন লাল হলুদ সমর্থকরা। ভারতে কোচিং করানোর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ৫৪ বছর বয়সী কুয়াদ্রাতের।

২০১৬-১৮ পর্যন্ত কুয়াদ্রাত বেঙ্গালুরু এফসি-র সহকারী কোচের পদে ছিলেন। সেই সময় বেঙ্গালুরুকে ফেডারেশন কাপ এবং প্রথম সুপার কাপ জিততে সাহায্য করেন। একই সময়ে বেঙ্গালুরু এফসি প্রথম ভারতীয় দল হিসেবে এএফসি কাপের ফাইনালে উঠেছিল।সোমবার বিএসএসের বিরুদ্ধে কলকাতা লিগের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। নৈহাটি স্টেডিয়ামে বিনো জর্জের ছেলেদের খেলা দেখতে যাওয়ার কথা কুয়াদ্রাতের।

Related Articles