
Truth Of Bengal: লাল হলুদ শিবিরে ফের খারাপ খবর । আইএসএলের ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে পাওয়া যাচ্ছে না বোরখাকে । কবে ফিরবেন তা স্পষ্ট নয় । আইএসএলের পয়েন্ট টেবলে এই মুহূর্তে ১০ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল।
আইএস এল চলেছে । শনিবার চেন্নাই এর বিরুদ্ধে মাঠে নামছে ইস্টবেঙ্গল । তির আগে বেশ অস্বস্তিতে রয়েছে লাল হলুদ শিবির । কারণ চোট রয়েছে বোরখার । বোরখার চোটের বিষয় জানিয়েছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। তিনি বলেন ‘বোরখার কিছু সমস্যা রয়েছে। এর আগে মাঠে নামলেও অনুশীলন করেননি স্পেনীয় তারকা। মাঠের বাইরে একা রিহ্যাব করেন বলেই কোচ জানিয়েছেন । দল কে ন তুন করে গড়ে তুলছেন কোচ কুয়াদ্রত । তিনি আগেই জানিয়েছিলেন দলের সাফল্যের জন্য তিনি এবার প্রথম থেকে শুরু করেছেন । যাতে ট্রফির খড়া কাটে । সে হিসেবেই আইএসএলে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের ১০ পয়েন্ট রয়েছে ।
কোচ কুয়াদ্রাত আগেই বলেছেন, শুধু বলতে চাই, শূন্য থেকে শুরু করছি। তাই সমর্থকদের আমাদের উপরে ভরসা রাখতেই হবে। গত কয়েকবছর ধরে ইস্টবেঙ্গলে টানা ব্যর্থতা চলছে।এর আগে টানা আটটি ডার্বিতে হারের পরে তারা যুবভারতীতে ডুরান্ডের গ্রুপ পর্বে জিতেছিল। আইএস এলেও ভালো জায়গায় পৌঁছবে দল এমনটাই জানিয়েছেন কোচ । শেষ তিন বছরের ব্যর্থতা ঝেড়ে ফেলে কার্লেস কুয়াদ্রাতের অধীনে ঐতিহ্যের মশালের পুরনো গড়িমা ফিরিয়ে আনার শপথ নিয়েছে ইস্টবেঙ্গল। তবে বিশেষজ্ঞরা বলছেন চেন্নাই ও ভালো জায়গায় নেই । তাই বেশি চাপ হবে না আইএসেলের ক্ষেত্রে । কবে এই মাঠ ফিল্ডার বোরখা ফিরছেন তা স্পষ্ট নয় । কিছুই বলতে পারেননি কোচ । চেন্নাইয়ের বিপক্ষ ম্যাচে তাকে না পেলেও অসুবিধা নেই কিন্তু আইএসএলের বাকি ম্যাচ গুলোতে না পেলে চাপ বাড়বে দলের ।
Free Access